দর্পণ || ইপত্রিকা || ১২ তম সংখ্যা || তমসা-তীরে - জয়দেব মাইতি




পোস্ট বার দেখা হয়েছে

তমসা-তীরে 

জয়দেব মাইতি 


অন্ধকারের কালো ঘোড়ার বাদশাদের   জয়জয়কারে -  

শান্তির সাদা সম্রাট চিৎপাত,  

ন্যায়  সত্যের আলোয় গ্রহণ লাগা সমাজ,   হতবোদ্ধা ছিটে ফোঁটা আলোর প্রহর গোণে।  


সবাই বোঝেনা -  

বোদ্ধাজন যে আত্মতেই মগ্ন,  

বৃথাই অঙ্কন অসাধারণ নিরেট সামাজিক   ভূগোলের দর্পণ,  

শব্দের শর-শয্যায় -   

সমাজ জীবনের অন্তিম যাত্রা।  


কলমের যুদ্ধক্ষেত্রে -  

অনেক শুভেচছা আর ভালবাসা পেয়েছি   

হৃদয়ে ভ'রে রেখেছি;  

লাভ হলোনা কিছু তাতে -  

অধরা রয়ে গেলো শোষণ মুক্তির সাধ।   

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ