দর্পণ || ইপত্রিকা || ১২ তম সংখ্যা ||ভুলবো না , মারাদোনা - শৈলেন্দ্র নাথ চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

ভুলবো না , মারাদোনা 

শৈলেন্দ্র নাথ চক্রবর্তী


দিয়েগো আর্মান্দো মারাদোনা আনন্দ 

            বিলায় সবাকায় ।

আর্জেন্টিনা বাসী জগদ্বিখ্যাত শশী

            ভাতিছে জনতায়। 

বল পায়ে মারাদোনা করে  ছাড়ে তুলোধনা 

            বিপক্ষ শিবিরে। 

কেউ বলে ভগবান , কেউ ভয়ে মূর্ছা যান , 

            কে কোথায় যাবিরে ?

খেলোয়াড় বেঁটে খাটো , তনু মনে বলিষ্ঠ 

             খেলা সে তো শিল্প। 

দুরন্ত গতিশীল , মাথা-পায়ে ক্রিয়াশীল

             নয় বলা গল্প। 

ফুটবলের যাদুকর - ধর ধর পিছু ধর 

            বললেই হয় নাকি? 

কে রুখবে তাকে বলো , বাস্তবে কথা হলো

             রোখা তাকে যায় কি? 

মারাদোনা মহারাজ বিশ্বকাপের তাজ

        শিরোপরে  তাঁরই শোভে।  

সেই রাজা আর নাই ,স্মৃতি ভিড় করে তাই

            তুমি রবে নীরবে। 

কোনদিন ভুলবো না , তোমায় হে মারাদোনা 

              হৃদয়ে  আছো তুমিই।

তুমি ছিলে তুমি আছো , তূরীয়ানন্দে নাচো

            ওহে অন্তর্যামী।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ