দর্পণ || ইপত্রিকা || ১২ তম সংখ্যা || "মারাদোনা"-ভগবানের আর এক নাম - পিন্টু বেতাল




পোস্ট বার দেখা হয়েছে

"মারাদোনা"-ভগবানের আর এক নাম

পিন্টু বেতাল


ধরাশায়ী প্রতিপক্ষ; 

সবুজ গালিচার বুকে- 

প্রবহমান, ভূবন মাতানো এক ক্ষিপ্র ঝড়;


উদ্বেলিত উল্লাসটা আজও ঐ বলছে শোনো-

রাজত্ব যদি ময়দান হয়? মারাদোনাই রাজপুত্র;

ফুটবলের ওই সিংহাসনের অদ্বিতীয় জাদুগর।


গ্যালারীর ওই হর্ষধ্বনিও বলছে শোনো,

ফুটবলের ওই পৃথিবীতে- 

আজও তারা মারাদোনা অন্তঃপ্রাণ;


বুক চিরে ওই সবুজ মাঠের- 

ড্রিবল, ট্যাকল, শৈল্পিক ছোঁয়ায় পদযুগলের- মারাদোনা চিরকালই অমলীন;

চিরকালই একচ্ছত্র অধিপতি দর্শক-আসনের, ফুটবলের ওই মদিনাতে তিনিই যে আজও পরম পূজ্য ভগবান।


বিতর্ক কার না থাকে?

স্বয়ং ঈশ্বরও তো, বাঁধা পড়েন আসুরিক দুর্বিপাকে!

মারাদোনা তো, রক্তমাংসের দৃপ্তপ্রাণ;

যতই ঝড়- কলুষিত করুক না তাকে!

ভক্তকুলের ভক্তিতে কী পড়ে টান?


যতদিন থাকবে মাঠে, ফুটবলের ওই সিংহাসন-

ততদিনই ওই আকাশে, চিরভাস্বর মারাদোনা- অমর, মহান;

গুঞ্জরিত আকাশ বাতাস- উদার্তকণ্ঠে গাইবে শুধুই, আর্জেন্টিনা খ্যাত "দিয়েগো মারাদোনার" জয়োগান।।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ