দর্পণ || ইপত্রিকা || ১২ তম সংখ্যা ||রাজার মুকুট - সুতপা ব‍্যানার্জী(রায়)




পোস্ট বার দেখা হয়েছে

রাজার মুকুট

সুতপা ব‍্যানার্জী(রায়)


নাম দিয়েগো ফুটবলের রাজপুত্র যে তুমি,

ঈশ্বরের শ্রেষ্ঠ বরপুত্র ধন‍্য তোমার জন্মভূমি।


পায়ের যাদুতে মুগ্ধ বিশ্ব সকলের মারাদোনা,

জন্মভূমি তব লাটিন আমেরিকার অার্জেন্টিনা।


বিশ্বের দরবারে সেরা হল দেশ তোমায় পেয়ে,

ফুটবলকে শিল্প বানালে আপন মেধা দিয়ে।


বিশ্বকাপের মাঠে অভিভাবক আপন দেশেতে,

ভরাডুবির সব দোষটুকু নিয়েছো মাথা পেতে।


দশ নম্বর জার্সি তোমার অমর, অক্ষয়, অব‍্যয়,

মারাদোনা তুমি ক্লান্ত হও নি দুষ্টু ছেলের তকমায়।


প্রিয় বন্ধু ফিদেল ক্রাস্তো, এ কথাটি সবার জানা,

তিনটি বছর পার করে তাইতো আর থাকলে না।


আর্জেন্টিনিয় জুনিয়র্স আর মাঝমাঠে নাপোলির

পরাক্রমের পসরা ছড়ানো তব ক্রীড়া যশকীর্তির।


মধ‍্যমাঠের খেলোয়ার হয়েও ছুটেছো যে রক্ষণে,

অভিমন‍্যু করে রাখতে চাইত যূথবদ্ধ অাক্রমণে।


রেকর্ডের খাতা জমেছে তোমাতে, ঝুলিতে আজও

ঈশ্বরীয় গোল প্রবাদপ্রতিম হয়েছে  সবার মাঝেও।


বিশ্বের যত আগামীর শিশু বলের যাদুতে হারাবে,

সাধারণ থেকে অসাধারণ হওয়ার গাথায় ভরাবে।


ড্রিবলের যাদু কিংবা ভাঙা প্রতিরক্ষা প্রাচীর তব

ভাবাবেই যে ভাবাবেই কারণ বিষয়টা অভিনব।


ডেকেছিল নিজ শহরে ফুটবল ভক্ত বাঙালি,

ঝলক যা দেখেছে, করেছো  সবে কাঙালী।


সাধারণ হতে অসাধারণ হওয়াই তোমার কাহিনী,

খেলা দেখে তব উৎসাহে মজে যত যুবা বাহিনী।


ভক্তের আদরের সোনালি বালক কোথা গেলে,

আজ তব রাজ‍্যপাট আর রাজার মুকুট ফেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ