দর্পণ || ইপত্রিকা || ১২ তম সংখ্যা || নাম শুধু নাম - মেখলা ঘোষদস্তিদার




পোস্ট বার দেখা হয়েছে

নাম শুধু নাম

মেখলা ঘোষদস্তিদার 


তুমি গেলে চলে জন জোয়ারে

যশোর রোডের বাঁকে

মুষ্টিবদ্ধ চমক দ্যুতিতে

প্রাণ - উচ্ছল জাঁকে,


দাঁড়িয়ে একা ভীড়ে এক কোণে

তোমাকে দেখবো বলে

পারিনি তো সাধ পূরণ করতে

হৃদয় উঠেছে টলে, 


বিশ্বজুড়ে নাম শুধু নাম

নীল-সাদা জার্সিতে

দুরন্ত গতি দশ নম্বরে

যাদু ঘেরে আর্শিতে,


বাঁ পায়ে বল জিনিয়াস তুমি

পাসে ও ড্রিবলিঙে

সপ্রতিভ সৃজনী ধারায়

কিক বাই সাইক্লিং - এ,


জাগলিং- এ তুমি ছিলে ওস্তাদ

মুগ্ধতা একরাশ 

"হ্যাণ্ড অফ গড" বেনজিরে

সংশয়ে উচ্ছ্বাস, 


বিশেষত্ব দেহ শৈলীতে

দক্ষ নিয়ন্ত্রণে 

মিড- ফিল্ড থেকে এ্যাটাকিং-এ 

 নির্ভীক প্রতি ক্ষণে,


দেবতার দান তুমি অক্ষয়

ঈশ্বর মানে তুমি

বাঙালির খেলা প্রিয় ফুটবলে

ছুঁয়েছো চেতন ভূমি,


সর্বকালের শ্রেষ্ঠ তুমি খেলোয়ার কৌশলে

যুবরাজ চির রত্ন প্রভা

সম্মাননা, স্বর্ণ বলে,


মারাদোনা তুমি ঝড় বিস্ময়

অমর কীর্তি মাঝে

শতাব্দী ছেড়ে শতাব্দী পরে

থাকবে মনের ভাঁজে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ