দর্পণ || দৈনিক কবিতা গুচ্ছ




পোস্ট বার দেখা হয়েছে

নৈঃশব্দ্যের সুপুরুষ

রানা বংগবাসী 


বুকে অনেক অসুখ, 

ভালবাসার প্রয়োজন নেই।

সোনালী তাপে পুড়েছে অন্তর 

ভালবাসার প্রয়োজন নেই। 


দগ্ধ দুপুরের মতো জ্বলে উঠে মন,

রাত্রির কালো আবরণ -

দুচোখ ঢেকে রাখে অবারিত ।

ভালবাসার প্রয়োজন নেই। 


নৈঃশব্দ্যের সুপুরুষ খোঁজে নেয়

তৃষিত কায়া, উপচে পড়ুক আবেগ।

ভালোবাসার প্রয়োজন নেই। 

===

পথচলা 

কৌশিক গাঙ্গুলি


মিথ্যা মিথ্যা সুখ 

হেরে যাওয়ার অসুখ 

বিপন্ন সামাজিক পরিবেশ । 

সংঘর্ষ বিরতি 

আগুন খাওয়া পথচলা 

ডাল রুটি জীবন । 

অশান্তির সংসার 

দুর্ভাগ্যে জেরবার 

পালাবার নেই জায়গা । 

অপরাধবোধ হীন মানুষেরা 

শাস্তি পেলেও বোঝেনা 

একই চরিত্রে সঙ্গী জোটে দুবেলা । 

স্বপ্নরা হারিয়ে যায় 

রাজনীতির নোংরা মেখে 

সমর্থকরা করে উল্লাস । 

ভালবাসায় খিধে মেটেনা 

স্বার্থত্যাগের মূল্য বোঝেনা 

বোঝে শুধু চতুরতা মাখা অর্থনীতি । 

সত্য যখন বোকা 

বিবেককে খায় পোকা 

যন্ত্রনা থাকে বুকের ভিতরে । 

মিথ্যা মিথ্যা সুখ 

হেরে যাওয়ার অসুখ 

মরণ পারে শান্তি দিতে । 

====

সঙ্গী বিহীন 

কামনা ইসলাম 


তুমি কি ছবি হয়ে রয়ে যাবে স্বপ্নের নীড়ে? 

না -কি আসবে কখনও এই  মায়াবী লতার ভীড়ে?

তুমি কি হিজল তমাল তলায় কুড়াবে বনফুল? 

না- কি সন্ধ্যা মালতী মাধবী হবে,হবে করো গানের বুলবুল? 

তুমি কি নক্ষত্র,  না- কি উদাসী চন্দ্রের আবসা আলো? 

মিটিমিটি জ্বলেছো জোনাকির স্রোতে, ঝর্ণার সাথে 

বলেছো কথা নিশিতে নির্ভয়ে।

তুমি কি কাব্য কাননে শুন্য ফুলের ডালা?

না- কি   ঘনবরষায়  শিউলি ফুলের মালা?

নীল নয়নে দেখো কি তুমি শুধুই শুক্ন পাতা?

না- কি কুড়িয়ে নিবে কোন দুপুরে ধরে মাথায়  ছাতা?

উত্তর দিতে হবে না কভু! নিরবে বুঝে নিবে।

সঙ্গী বিহীন একলা জীবন অথৈজলই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ