দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || ভাষার আলাপ পরিচিতি - সঙ্গীতা ভদ্র কর্মকার




পোস্ট বার দেখা হয়েছে

ভাষার আলাপ পরিচিতি

সঙ্গীতা ভদ্র কর্মকার 


মাতৃভাষার প্রথম আলাপ মাতৃ জঠরে শোনা

মাতৃভাষার দ্বিতীয় আলাপ বর্ণপরিচয় চেনা

মাতৃভাষার তৃতীয় আলাপ রবি ঠাকুরের অপরূপ সৃষ্টি

মাতৃভাষার চতুর্থ আলাপ সারা বিশ্বে শতেক গুণি জন চিনি।

আর সর্বোপরি এই আলাপ রক্ষার্থে সূচনা হল মহা সংগ্রাম

বুলেটের ঘাঁয়ে ছিন্ন ভিন্ন কতো নিষ্পাপ প্রাণ

প্লাবিত 

স্বামীর তাজা রক্তে ধোয়া হল সধবার বেশভূষা অভাগিনীর দান

ধারণ হল সাদা কাপড় মুছলো দীর্ঘায়ু পূর্ণ রাঙা সিঁথি মুখটা ম্লান। 

প্রতিটি অক্ষরে রক্তের প্রলেপের ছাপ পড়া ইতিহাসের পাতায় প্রস্ফুটিত ঋণ

মাতৃভাষা দিবস নামেই চোখের জল ঝরায় আজও একুশে ফেব্রুয়ারি দিনটা।

তবুও কেন মেকি ইংরেজী ভাষায় গড়লো আমাদের প্রাণের বাংলা

বাংলা উচ্চারণে লজ্জা আসে,মাঝে মাঝেই উঁকি মারে বিলিতি ভাষা।

ভুলেছে নাকি "ধন ধান্য পুষ্প ভরা,আমাদের এই বসুন্ধরা,

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা.."

সো না আজও বারংবার সকলের কন্ঠে গর্বের সাথে একতারায় উচ্চারিত হোক আমাদের বাংলা ভাষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ