কলম ভরা প্রাণ || দর্পণীদের একটি প্রচেষ্টা




পোস্ট বার দেখা হয়েছে
কলম ভরা প্রাণ
দর্পণীদের একটি সামগ্রিক প্রচেষ্টা


অরিজিৎ রায় :
ফাগুন মানে পলাশ জানি, রক্তে ভেজা রাত
অসময়ের প্রহর গুনি, এ কোন রক্তপাত ।।

দেবাশীষ :
ভালোবাসায় ভরিয়ে আকাশ মন হবে আনমনা,  
দুঃখ সবই ভুলিয়ে দিয়ে জীবন যাবে চেনা।

তন্ময় রাণা :
আসুক একটা নতুন ভোর ,এটাই কামনা,  
ভরা পেটে থাকবে সবাই, ভুলে  খিদের যন্ত্রণাl

পলাশ দাস : 
ফাগুন মানে পলাশ অরণ্যের আগুন জ্বলা দিন
ফাগুন মানে রাঙা তারুণ্যের মনে মন  রঙ্গিন

পিন্টু বেতাল :
কৃষ্ণচূড়া, রাঙাপলাশ- ঐ রাঙালো মন,
কোকিল-কুহু বসন্ত সুর- মত্ত এ ভুবন;
শাল মহুয়ায় নতুন পাতা-সবুজ কোলাহল
মুকুল বকুল আকুল প্রেমে-প্রাণের হিল্লোল।।

অলিপা পাল :
যায়  যে বয়ে ফাগুন রতি স্বয়ম্বরের ফুল
ধূলির শেষে ঝরবো আমি ধুলোর সমতুল ।।

এ কে আজাদ:
ফাগুন মানে শিশুর মুখে প্রথম শেখা ভাষা,
কচি পাতায় স্বপ্ন বোনা নতুন ভালবাসা;
ফাগুন মানে ফুলের মেলায় কোকিল কুহু গান,
ফাগুন মানে নেই ভেদাভেদ সবাই আপন প্রাণ।

মঙ্গল মিদ্যা : 
বসন্ত 'সে মনের কোণে রং ছড়িয়ে দেয়,
পলাশ ফুলে হলুদ পাখী মধু লুটে নেয় ।

শিবাজী সান্যাল :
আবার বসন্ত এল নিয়ে পলাশের মায়া
কিছু স্বপ্নের কিছু প্রত্যাশা শুদ্ধ সমীরণে
কিছু চাওয়া কিছু পাওয়া বীথিকার ছায়া
চিরকাল এই স্রোতধারা প্রকৃতি অঙ্গনে ।

জয়তী : 
দূরে জেগে আছে বনে পলাশের মন 
কেউ যেন ডেকে বলে এসেছে ফাগুন 
জ্বলে ওঠে সোনাঝুরি লালমাটি পথে 
বাউল উদাস তারে কোন সুর সাধে -

দেবলীনা :
বিশ্বজনের আশীষ নিয়ে সঙ্ঘবদ্ধ মন
দর্পণীরা নিচ্ছি শপথ সেবা উন্নয়ন।
ফুল ফাগুয়ার উষ্ণ ছোঁয়া, বসন্ত অঙ্গণ
চলছি মোরা গাইছি যে গান বিশ্ব জাগরণ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ