দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || নির্ঝরের দুঃস্বপ্ন - ধর্মেন্দ্র রাওয়াত




পোস্ট বার দেখা হয়েছে

 

 


 নির্ঝরের দুঃস্বপ্ন

 ধর্মেন্দ্র রাওয়াত


ধান ক্ষেতের জল ছুঁয়ে ছুঁয়ে,

ছোট্ট ছোট্ট পায়ে মায়ের আঁচলের মতো-------

 তোমার আল পথে হেঁটেছি বহুদিন। 

বৃষ্টির জলে ভরা ছোট্ট ডোবায়,

ছলাৎ ছলাৎ শব্দে নিজেকে হারিয়েছি বিশ্ব প্রেমে। 

তোমার বুকের শব্দে ও ফসলে, 

আমার সমস্ত শ্বেতকণিকা আজ দীপ্ত সন্ধ্যা শিখা !! 

বুড়ো বটগাছটার শিকড়ে শিকড়ে জল দিয়েছি 

তুই আর আমি কত না মধ্যদুপুর।।

আবার আমরা বন্ধুরা সকলে মিলে,

সরস্বতী পুজোয় মাতৃভাষায় জোৎস্না মেখেছি সারা রাত। 


তবু আজ আকাশে ছদ্দবেশী মেঘ !!  

মেঘে মেঘে বজ্রপাত। 

পান্ডব ও কৌরবের ধর্মযুদ্ধ।!  কুরুক্ষেত্র !! 

আমার  দুই হাতে বাংলার মাটি, 

চোখে আমার বঙ্গোপসাগর ! 

বুকে আছে সমাধিস্থ চেতনা, তোমার সংস্কৃতি।

তবুও মধ্য রাতে ঘুম ভাঙে আমার।

অপরিচিত অস্পষ্ট ভাষায়----------- 

কারা যেন সেই বুড়ো বটগাছের শিকড়ে শিকড়ে আঘাত হানে।


চিৎকার, বীভৎস চিৎকার! 


তোর শেকড় কোথায়! কতদূর !!

তোর মাতৃভাষা কি???

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ