দর্পণ || কলম ভরা প্রাণ ( পর্ব দুই)




পোস্ট বার দেখা হয়েছে
কলম ভরা প্রাণ ( পর্ব দুই)
লিমেরিক সমগ্র
***

//১//
পিন্টু বেতাল :

গাছে কাঁঠাল গোঁফে তেল, ভাঙলে মাথায় বেল-
বুঝবে চাঁদু কেমনতর- বাঞ্ছারামের খেল;
আবোল তাবোল ব্যাঙের ছাতা,
ডুগডুগি তার টাকলা মাথা,
আঙুলতো নয় খেংরা কাঠি, লক্ষ্মণের শক্তিশেল।

//২//
দেবাশীষ ভট্টাচার্য্য :

প্রবল জীবন ছুটছে বেজায় , 
দিনের পরে দিন চলে যায়।

স্বপ্ন দেখা
ইচ্ছে আঁকা,  

মাখছে ধুলো বিষণ্নতায় ।

//৩//
এ কে আজাদ

এক যে ছিল রাণী, তাহার সোনার বরণ মুখ,
রাজ্য ভরা প্রজা তারে দেখেই পেতো সুখ।
ভাঙলে পরে মোহ
করলো সবাই দ্রোহ
দেখলো অবাক গ্রহ- পুরোই মাকাল রানীর বুক।

//৪//
দেবলীনা

রোজ সকালে পায়রাগুলো মিটিং করে ছাদের তারে
বকম্ বকম্ শব্দ তুলে সাক্ষী দিতে মাথাও নাড়ে

নেংটা খোকা আকাশ লোটে
নীল পাখিটা বেজায় খাটে

আমি আমার আনমনা চোখ রসদ সাজাই পরাণ ভরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ