দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || একুশের ভোর - মেখলা ঘোষদস্তিদার




পোস্ট বার দেখা হয়েছে

একুশের ভোর

মেখলা ঘোষদস্তিদার 


"পাখি সব করে রব

রাতি পোহাইলো"

উদিয়মান আলোকের প্রভাতী আভায় অস্তাচল রবির জীবন্ত প্রকাশে উজ্জ্বল সালাম,রফিক,জাব্বার ভাই,

কূজনে - কলতানে,কিশলয়ের সবুজ ভাষায় মায়ের বোলে বাংলার সুরে ছড়ে,

গঙ্গা- পদ্মার সম্প্রীতির স্রোতে পালের হাওয়ায় ভেসে আসে তোমাদের সেই সব স্বপ্ন বাংলা লিপির পূর্ণ কিরনে পূর্ণতার বিকিরণে,

সাগরদ্বীপের শ্যামলিমা জানে বাংলার ভাটিয়ালি গীত,মধুর বাঁশীর মূর্ছনা,

ফেনিল সফেন মেখলার কণ্ঠে শব্দের আবেগী ধারা পুঞ্জীভূত হয় হৃদয় জুড়ে, 

মেঘ থেকে মেঘে পরিযায়ী জলদে ফুটে ওঠে নক্ষত্রমালা তারায় তারায় বরকত,সফিউর বাংলার ধ্বনি প্রতিধ্বনিতে,

পলাশ ফাগুনের গোধূলির ছটায় কৃষ্ণচূড়ার লাল মিশে যায় তোমাদের বলিদানের রক্তিমতায়,

যুগে যুগে কুড়ির নিশীথ শেষে একুশের ভোরে মাতৃভাষা বাংলার আন্তর্জাতিক গরিমায় তোমরা অমর স্বর্ণাক্ষরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ