দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || "রক্তে রাঙা উনিশে মে" - শিবানী বাগচী




পোস্ট বার দেখা হয়েছে

 

"রক্তে রাঙা উনিশে মে"

   শিবানী বাগচী

         

বাহান্নর চেতনায় উদ্দীপ্ত একষট্টি,

রক্ত ঝরা অমর উনিশে মে-

নির্মম হত‍্যাকান্ডে এগারোটি তাজা প্রাণ,

বাংলা ভাষাকে রাজ‍্য ভাষার দাবীতে!


উনিশের বাতাসে বারুদের গন্ধ,

রক্তে ভেজা মাটি,প্রাণের নিঃশ্বাস!

সোঁদা মাটি নোনা রক্তের স্বাদে,

অশুভ শক্তি চায় বাংলার সর্বনাশ!


গণতন্ত্রের বুকে বিচারের বাণী,

নীরবে কাঁদে না হয়ে ইতিহাস!

বাংলা ভাষা আমার মাতৃভাষা,

বরাকের ভাষা চেতনার প্রকাশ!


উনিশে মে মৃত‍্যুর কালো ঝড়ে,

যারা মরে বুকের রক্ত মুখে তুলে-

রুদ্ধশ্বাসে প্রাণ তারা দিলো,

লোহিত রক্ত কৃষ্ণচূড়া লালে!


ঝরেছে বরাকে রক্তের স্রোত,

প্রানের বিনিময়ে এগারোটি প্রাণ;

ভাষা শহীদের রক্তক্ষয়ী সংগ্রাম,

দিয়েছে প্রাণকে,করে তুচ্ছ জ্ঞান!


প্রথমে সত‍্যাগ্রহ পরে সহিংস,

ক্ষোভ দানা বাধে বঙ্গ মনে;

আসাম রাইফেল্স এর গুলিতে নিহত,

রেল অবোরোধ পালনে-


তরুণী কমলা সুদেষ্ণার মতো,

শহীদ হলো প্রাণ কত শত;

জাতির আবেগ,অধিকার জন্মগত;

অমর উনিশ,শ্রদ্ধায় মাথা নত!


স্বপ্ন শহীদ শুয়ে আছে পথে,

সারি সারি লালে লাল -

প্রদীপ সবই নিভে গেলো ঝড়ে;

ভাষা শহীদের উনিশে মের সকাল!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ