সবখবর দর্পণ || আল্পনার কবিতা পত্রিকার বই প্রকাশ ও সাহিত্য সভা




পোস্ট বার দেখা হয়েছে
আল্পনার কবিতা পত্রিকার বই প্রকাশ ও সাহিত্য সভা 
গত ২১ শে ফেব্রুয়ারি রবিবার, কোচবিহার জেলায় মাথাভাঙা নজরুল সদনে "আল্পনার কবিতা " পত্রিকার বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো। পত্রিকার সম্পাদক বিকাশ দাস (বিল্টু) মহাশয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বহু কবি সাহিত্যিক অনুষ্ঠানে উপস্থিত হন
সুবীর সরকার, সন্তোষ সিংহ, অজিত অধিকারী, আব্দুল্লাহ মিঞা, নির্মাল্য ঘোষ, পার্থ সারথী চক্রবর্তী ছাড়াও ঝাড়গ্রাম থেকে কবি গোপাল রাউথ প্রমুখ।
ওই দিন আল্পনার কবিতা পত্রিকার দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সংখ্যা বই -এর মোড়ক উন্মোচন হয়। সাথে কবিতা পাঠ, সংগীত পরিবেশন, আন্তর্জাতিক বাংলা ভাষা সম্বন্ধে আলোচনা ও আলোকপাত, বহু কবি লেখককে সম্মান প্রদান, তাছাড়া সাহিত্যে বিশেষ আবদানের জন্য ৪জন কবিকে "আল্পনার স্মৃতি সাহিত্য সম্মাননা " দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে মেদিনীপুর থেকে কবি বাবলু আহির ও বর্ধমান থেকে আসা কবি রাজীব মিত্র জানান - "বইটি সম্পর্ণ্য বিনামূল্যে কবিদের হাতে তুলে দেওয়ার জন্য সম্পাদক ও তার সহকর্মীদের ধন্যবাদ "।
          উত্তরবঙ্গ সাহিত্য জগতে "আল্পনার কবিতা " পত্রিকা এক অনন্য নজির গড়ে তুললো অনুষ্ঠানটির মধ্যে দিয়ে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ