দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || আ -মরি বাংলা ভাষা- দেবলীনা চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

আ-মরি বাংলা ভাষা

দেবলীনা চক্রবর্তী


যে আলো নিহিত আছে অন্তরে

যে আলো নেয় আপনতা চিনে

 নিটোল আদরে ঢেকে রাখা মমতা

তবুও ঠিকরে আসে জঠরের গন্ধ 

মাতৃ আলো কাঁচের বয়ামে।


এ আলো নির্ভরতা!


যে আলোয় নেচে ওঠে শ্বাসের ভাষা

যে ভাষা আমার  দু'ঠোঁটের বিশ্বাস 

যে ভাষা আওড়ে শিখেছি অক্ষর ,শব্দ

সেই আলোর প্রকাশেই ভেঙে যায় অহং,লোভ!

দু’হাতে জড়িয়ে সে আলোতে ডুব দিয়ে

খুঁজি পরম আশ্রয়।


সে আমার অনুভবের রং তুলি , 

যে রঙে বিভেদের সুর আঁকি

সেই আমার গভীর শ্বাসের অক্ষর স্রোত 

 সেই আমার বর্ণভূমি ! অমর একুশ !

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ