দর্পণ || জীবনানন্দ - শ্রদ্ধাঞ্জলি || সুমনা ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

তারার মলাটে

সুমনা ভট্টাচার্য্য 


অগাধ মলাটে জড়াও জীবনশোধ-

অঘ্রান হিম পায়ে মেখে নেয় ঘাস, 

কবিতার গালে গড়ালো দু'ফোঁটা বোধ

অক্ষররাতে ঝরে পড়ে শীতঘাম... 

 

বিষাদ তবু বিষাদ একা সে নয়-

গর্ত কখন চৌচিরে গহ্বর - 

রাতের চাদরে গিঁট বাধে সঞ্চয়

ডায়েরি লিখছে বদল পথখবর-


 তোমার শার্সি  একলা রোদের ভিড়ে

তোমার ঘরে নিয়ম ভঙ্গ রোজ

অলৌকিক সে তোমার ছোঁয়ার জের-এ

পরিযায়ী ডানা- উষ্ণ স্পর্শ  ভোজ ;


শীতের চিবুকে এপিটাফ লেখে  দূর

ঝিনুকের খোলে শোকবিন্দুর ভার

রিফু আগলায় মনখারাপী দুপুর

পথ ভোলে চেনা সরাই উপসংহার.…


শিশির রাখছে তোমার কাছেই ঋণ-

কর্জ নিতে হাত চাতক সহবতে, 

লোভের প্রেরণা বাড়ছে অন্তরিন

তোমার খাতারা গভীর  তারার ক্ষতে...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ