দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা ||মাতৃভাষা - ফাতেমা খাতুন মুক্তা




পোস্ট বার দেখা হয়েছে

মাতৃভাষা

ফাতেমা খাতুন মুক্তা 


ভাষা শহীদের রক্তে পেয়েছি আমাদেরই মাতৃভাষা 

আমাদের এই বাংলা ভাষা,

বায়ান্নর সেই আট ই-ফাল্গুন

এদেশের মাটিতে মায়ের ভাষার সংগ্রামে জ্বলছিল আগুন।

সালাম,রফিক,জব্বার,বরকতের রক্তে রাঙা হয়েছিল রাজপথ,

বাঙালী আজো তাঁদের নিবেদন করে শত-সহস্র সালাম

সেই একটি দিনে বাঙালির শ্রদ্ধা নিবেদনে নেই কোনো দ্বিমত। 


একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগের এক

বীরত্বগাঁথা ইতিহাস,

মাতৃভাষার জন্যই আমার ভাইয়েরা সেদিন দিয়েছিলে প্রাণ, 

আমরা কি প্রতিটিক্ষণ দিয়ে যাচ্ছি সেই ভাষারই মান?

আজো একুশে ফেব্রুয়ারি বিশ্বের দরবারে

রক্তে রঞ্জিত এক গৌরবময় অধ্যায়,

শহীদ ভাইয়েরা

সমগ্র বিশ্বে দাঁড় করিয়ে দিয়েছেন মাতৃভাষা বাংলার দৃঢ় অস্তিত্ব

স্থাপিত হয়েছে বাঙালি জাতিসত্ত্বার মর্যাদা, মায়ের ভাষার স্মৃতিস্তম্ভ।

তাইতো আমি অতি গর্বেই যাই বলি,

বাংলা আমার মাতৃভাষা

বাংলা আমার বুলি,

বাংলা ভাষায় মাকে ডেকে

স্বাচ্ছন্দ্যেতে যাই চলি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ