দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || মন জুড়ে পিয়াসী - জয়তী




পোস্ট বার দেখা হয়েছে

 

মন জুড়ে পিয়াসী 

জয়তী 


খুব আদুরে গলায় সে যখন অভিমান দেখায় 

ছলছল করে ওঠে আমার নরম নদীটা -


কাছে গিয়ে শিশুর মতো জাপটে ধরে বলি, 

আয় কথা বলি -


পৃথিবীতে এখন সবাই ব্যস্ত কথা -

সবাইকে ছুঁয়ে এসেছিস বড়ো ---


ওদের বুকে বেজেছিস;

সারাদিন জলতরঙ্গের মতো হেঁটেছিস -


আমার কাছে এলেই তোর শুধু আদুরেপনা 

সারাটাক্ষন আকুল সুরে তুই যে বাইরে ঘরে -


তোকে ছাড়া আমি একদণ্ডও থাকতে পারিনা --

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ