দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || মাতৃভাষা - তন্ময় রাণা




পোস্ট বার দেখা হয়েছে

মাতৃভাষা 

তন্ময় রাণা


সরায়ে কভু পারিনি রাখিতে  

থাকিয়াছো অন্তরেl 

তোমারি অক্ষর মালায় গাঁথিয়া 

চলি যে রচিয়া,

নিত্য নতুন কত ছন্দ সদা 

মনেরও হরষেl      


বাংলা আমার রক্তে বাহিত,

বাহিত 

শিরা উপশিরায় l 

যে আগুন জ্বালাইয়া ছিলো সেদিন 

আব্দুল,

বরকত,শবনম,প্রজ্বলিত আজও 

যে তারা,

ঋদ্ধ এ'মনেরই অন্তরায় l


সিক্ত হইয়াছিল সেদিন মাটি 

তব রক্তের ধারায় l 

ভুলিনি কভু সে বলিদান, 

আনিয়াছিল- 

স্বীকৃতি যাহা এ'বাংলা ভাষার, 

সমগ্র বিশ্বের আঙিনায় l 


বাংলায় লিখি, বাংলায় কহি,

বাংলায় গাহি গান 

বাংলা যে'মোর মাতৃভাষা গর্বিত 

মনপ্রাণ l 


বিদ্রুপ কেহ করিলে সেথায়, 

গর্জিয়া-

উঠি সদা,হইয়া অগ্নিবানl 

ঝলসাইয়া ওঠে-

কলম মম,রাখিতে মাতৃভাষার 

সন্মান l

আ'মরি বাংলা ভাষা হৃদমাঝারে 

রাখিবো তোমায় 

যেন যত দিন আছে মোর প্রাণ l  




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ