দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || সঞ্জীবনী - মাধুরী সাহানা




পোস্ট বার দেখা হয়েছে

সঞ্জীবনী

মাধুরী সাহানা


বাংলার চিত্র , চিত্রিত হয় বাঙালির মনোভূমিতে ;

খেজুর গাছের রস ফুটিয়ে খেজুর গুড়ের স্বাদে ।।

অসাধারণ এই সৃষ্টির নেপথ্যে আছে অতি সরল সমীকরণ ।

বিষ্ণুপুরি সিল্ক শাড়িতে রং বেরঙের সূতোর নক্সার মহাকাব্য ।

বাঙালি মননের কারুশিল্প ।

অন্তর জালে দেশ কাল চেতনা বাংলার নিজের শৈলী ।

পিটুলিগোলার আলপোনায় নবান্নের ‌ গান  । 

ডালের বড়ির গন্ধে  শাকপালং তরকারি ।

মাটির সরায় মা'লক্ষির রূপকল্প ।

থানকুনি পাতার ঔষধি গুণ ।

লোকগান লোকগাথার মনসামঙ্গল পাঁচালি ।

মাতৃ ভাষার সৌরভে সৃষ্টিশীল সাহিত্যের শক্তিশালী অভিমুখী বাউল রূপক ।

বাংলা বাঙালির মনোভূমিতে চিরকালের সঞ্জীবনী ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ