দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || মাতৃভাষা... তুমি - সুমনা ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

 

মাতৃভাষা...  তুমি

 সুমনা ভট্টাচার্য্য


তোমার পাশে উপুড় হয়ে শোয়  আমার  শৈশব দুপুরের অনুবাদ- 

 গরম খেজুরের গুড়ের গন্ধে ভার হয়ে আসে উথলে ওঠা পৌষালি ভিতরকণিকা 

হেঁশেলের তেল হলুদের দাগ এঁকে তোমার  আঁচল ঘুরে বেড়ায় আমার এঘর থেকে ওঘর 

আর আমার ইনসোমনিক চোখে বুলিয়ে দ্যায়  হারানো ঘুমের আঠা   ...

দিশেহারা ছোটার শেষ প্রান্তে লগ্নি হয় তোমার আচ্ছন্নময় শুশ্রূষা  

তুমি আমার  ডায়েরির  পাতায় হঠাৎ ঘটে যাওয়া আত্মমগ্ন  বিষাদ ;

 বিপজ্জনক  পাকদণ্ডীর হিম হয়ে আসা নির্জনতায়

এক  শান্ত হোম- স্টের নিরাময়তা মেখে  তুমি কখনো দাঁড়িয়েছিলে

তোমার  হাতছানি -অমোঘ শেকড়ের টান ... 

উড়ো ঝুরো মাটিতে গেঁথে রাখে উদ্বাস্তু হৃদয়ের তাড়না ;

তোমার পায়ে শেকল পড়াবে বলে দাঁড়িয়েছিল কিছু লোক-

আর সে শেকল ভাঙার জন্য  লড়ে গেলো একটা আস্ত দেশ 

বারুদের গন্ধে ভরে গেলো দেশটার ফুলের থোকার মতো ফুসফুস 

কেউ কেউ প্রাণটাও মুড়ি মুড়কির দরে বিলিয়ে দিল! 

মাতৃদুগ্ধের এই উথাল-পাতাল দায় কখনো চমকে দেয়, 

অন্যমনস্ক হয়ে পড়ি আমি -

না,ঠিক মায়ের দুধ নও...  

অন্তত আমার কাছে -

তুমি ঠিক যেন-

রাতের  ক্লান্ত মাদুরে, বালিশে লিখে রাখা আমার  মায়ের  ছায়া ছায়া ঘুম পরবাস....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ