দর্পণ || দৈনিক কবিতা গুচ্ছ




পোস্ট বার দেখা হয়েছে
বিলুপ্ত অঙ্কন
কবি সুব্রত মিত্র

পেতশ্রী উঠবে জেগে;উঠবে জেগে কোন জন কঙ্কাল
সবাই সবার মতো করে হেঁটে চলে গন্তব্যের সন্ধ্যানে
          পথ চলা শেষ হলে সন্ধ্যেরা জেগে ওঠে,
         জেগে ওঠে মৌনতা ভাঙ্গা কিছু জিগ্যাসা
                  জিগ্যাসাগুলো উত্তর হয়না
জেনে ফেলা সংবাদে হয়না জন্ম কোনো নতুন বিষাদ।

      অশৌচ গ্রহের দেশে জানি;কেহ না হয় দরবেশ
           ভুল পথে প্রেম হলে প্রেমকে ছলনা বলে
                কথার বিগ্রহ বিদ্রোহ থামিয়ে দেয়
                মনোমালিন্যের ব্যথা সুধাবার তরে
          কুশপুত্তলিকা সেজে রয় আমারই এই ঘরে।

কোনো প্রগতির কাছে আত্মসমর্পণ করতে এসেও পাইনি সুযোগ তার
                     গুরুগম্ভীর ভ্রমরের সাথে
           ভাবের আদানপ্রদান হয়েছিল দিনেরাতে,
            এইতো সোজা পথ চলে গেছে ঐদিকে
           এখনও তো মোছেনা পৃথিবী সবার গল্প
              আছে সেই কবি;আছে সেই কবিতা,
            কালের নিয়মে কালগুলো সরে গেলেও
              যায়নি সরে প্রথম প্রেমের আকুলতা।

এই দহনের গোপনে বেঁচে আছে আজও তাই বনলতা।

না পাওয়ার মাঝেও প্রেম এত বেঁচে থাকে জানা ছিল না,
জানা ছিল না কোন পশ্চাদের গান কানে দেবে শান আজও
মৃত্তিকার সুক্ষ ফাটলে বসে মূর্তির স্মৃতি দেখি আজও,
  স্মৃতির সাথে বনলতা হাসে;আমি তারই ছবি আঁকি ।

                    সুধাবার ছিল তারে কিছু কথা
                 জল্পনা বাঁধে বাসা ঢেরাসই নীরবতা,
                  গ্রহের তামাশায় হয় মোর পরাজয়
অকুন্ঠ লিপ্ততায় হই আমি ক্ষিপ্ত করেনি সমর্থন সহজ সমন্বয়।
         অনাদায়ের পাণ্ডুলিপি রয়ে গেছে তার ঘরে
          জন্মের আগে ইতিহাস লেখা হয় জনমের
সাজানো বাগানের ফুলের সাথে বেমিশাল হয় মরমের। 

====
সঙ্কেত
মোহনা মজুমদার

ভীষণ হালকা একটা চোরাস্রোতের ভেতর 
ভেসে আসা এক নগ্ন সঙ্কেত-
আর কোনোদিন ফেরা হবেনা 
জেনেও 
আপ্রাণ চেষ্টা মুহূর্তটুকু বাঁচিয়ে রাখার -
চাওয়া আর পাওয়ার মাঝে যতোটা দূরত্ব
ততটা বিস্তারে রয়ে যায় এক জ্বলজ্যান্ত স্বপ্ন !! 
ছুঁতে ভালো লাগে কিন্তু গভীরে ঢুকলে ? 
পরিপূর্ণতা যেমন মুছে দেয় যন্ত্রনার দাগগুলো
এভাবেও রয়ে যাওয়া যায় - 
যেভাবে তুমি রেখে দিতে চাইবে আমায়!! 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ