দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || আমার ভাষা - রোহিনী নন্দন কদমা




পোস্ট বার দেখা হয়েছে

আমার ভাষা

রোহিনী নন্দন কদমা


আন্তর্জাতিক ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী,

মাতৃ ভাষায় বলবো কথা হবো না অত্যাচারী।

রফিক,সালাম,জব্বর,বরকত,যে বাজিয়েছিল রণবাদ্য।

সেই অভিযানে ঢাকা রাজপথ রক্তে হয়েছিল সিক্ত। 

তাদের রক্ত যাইনি বৃথা ভাষা পেয়েছিল অধিকার,

স্মরণ করি শোক দিবসে বীর শহীদ বাংলার।

তাইতো আজ গর্বের সাথে বাংলার জয় গায়,

সকল ভাষাতে অগ্রাধিকার মানুষ যেন পায়।


বাংলার বুকে জন্ম আমার তাই বাংলাকে ভালোবাসি,

নিজ ভাষায় কথা বলে হাসি তৃপ্তির হাসি।

তাকে আগলে রাখি আপন হৃদে মাতৃস্নেহ দিয়ে,

লালন করি যত্ন দিয়ে সকল বাধা পেরিয়ে।

ভাষা আমার ধ্যানে জ্ঞানে রক্ত ধমনী শিরায়,

তারি শীতল স্নিগ্ধ ছায়ায় জীবন আমার জুড়ায়। 

নিজের ভাষায় তৃপ্তি যেমন অন্য ভাষাও নয় তো কম,

তাইতো সদা ভাষার লাগি করতে রাজি জীবন পন।

ভাষার লাগি তাইতো আমার মন করে তোলপাড়,

অন্যায় তো যায় না সহা তাই থাকি না নির্বিকার। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ