দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || দুই বন্ধুর কথোপকথন - নীলাঞ্জনা ভৌমিক




পোস্ট বার দেখা হয়েছে

 

দুই বন্ধুর কথোপকথন 

 নীলাঞ্জনা ভৌমিক


- ঐ দেখ পাখিদুটোকে কি সুন্দর! 

ঠোঁটে ঠোঁট লাগিয়ে কি কথা বলছে ওরা ?

ওরা কি ভাষায় কথা বলে তুমি কি জানো ?

- হ্যাঁ জানি।

- কি জানো ?

- ওরা মনের কথা বলছে ওদের মাতৃভাষায়।

- আর এই দিকে দেখো বিড়ালছানা দুটোকে!

- ওমা কি সুন্দর! 

- দেখ কেমন ঝগড়া করছে !

- আমারতো খুব মজা লাগে ওদের ঝগড়া শুনতে।

- কি করে মজা পাও তুমি ? ওরা কি বলছে তুমি কি বুঝতে পারছ ?

- না তা বুঝব কি করে ! তবে ওরাও মাতৃভাষায় ঝগড়া করছে।

- মাতৃভাষা কি ?

- মায়ের ভাষা।

- মা যে ভাষায় কথা বলে ?

- হ্যাঁ গো! 

- মায়ের ভাষা তো আদরের ভাষা।

- মায়ের সাথে সন্তানের যেমন সম্পর্ক তেমনি তাঁর ভাষার সাথে আমাদের সম্পর্ক।

- আমি ইংরাজি মিডিয়ামে পড়ি কিন্তু মায়ের সাথে বাংলাতেই কথা বলি।

- ঠিকই! ওই ভাষাতেই যত সুখ, যত আনন্দ।

- গতবছর আমেরিকায় গেলাম বেড়াতে। বাবার অফিস ট্যুর ছিল। সঙ্গে আমি আর মাও গেছিলাম।

- ওমা তাই বুঝি ! কেমন লাগল ঐ দেশটা ?

- খুব সুন্দর দেশ। কিন্তু আমার ভালো লাগে নি।

- কেন ?

- ওখানে সবাই ইংরাজিতে কথা বলে।

- তাতো বলবেই। ওটাই তো ওদের মাতৃভাষা।

- কিন্তু আমি যে কারোর সাথেই কথা বলিনি শুধু মায়ের সাথে ছাড়া।

- কেন ? তুমিতো ইংরাজিতে কথা বলতে পারো তাহলে ?

- আমি জানি কিন্তু ইংরাজিতে কথা বলতে আমার একদমই ভালো লাগে না।

- কেন ?

- আমার মায়ের ভাষা নয় যে !

- সেটা ঠিক, কিন্তু একটা কথা জানো তো ?

- কি ?

- ' যস্মিন দেশে যদাচার '।

- তাই তো বেশিরভাগ সময় চুপ করেই থাকতাম।

- ওমা ! তাই বলে সারাদিন কথাই বলতে না বুঝি ?

- বলতাম তো। যখন হোটেলে থাকতাম তখন মায়ের সাথে প্রাণভরে কথা বলতাম।

- বাবার সাথে বলতে না ?

- নাঃ।

- কেন ?

- বাবা আমাকে বকতেন ?

- কেন ?

- আমি ইংরাজিতে কথা বলতাম না বলে।

- ও তাই !

- হ্যাঁ গো। তবে আমার মা আমার সাথে সবসময় বাংলাতেই কথা বলেন। ঐ দেশে গিয়েও তাই করেছেন।

- তুমি বাংলাভাষা এতো ভালবাসো ?

- বাহ্ ! বাসব না! ও যে আমার মায়ের ভাষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ