দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || "আ-মরি বাংলা ভাষা " - শুক্লা চ্যাটার্জি




পোস্ট বার দেখা হয়েছে

"আ-মরি বাংলা ভাষা "

শুক্লা চ্যাটার্জি 


আবার ফিরে এলো সেই রক্তাক্ত একুশে ফেব্রুয়ারি----

সে এক অভিনব ইতিহাস! 

দুরন্ত লড়াকু পরিপূর্ণতা বিশ্বের রসায়নে গঠিত। 

বুকের ভাষা,মুখের ভাষার অধিকার অর্জনের সংগ্রাম,

সংখ্যা গরিষ্ঠ বাঙালির ঘরে ঘরে--

উর্দু ভাষা প্রয়োগের অত্যাচারের কথা। 

তবুও রুখতে নারে দশ হাজারি ছাত্র জোট!

মারের সাগর পাড়ি দেবার অদম্য বেগ দেখেছে বিশ্ববাসী।

অবশেষে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস,

 আখ্যা পায় ইউনেস্কোর কাছে।

সব ভাষার আলাদা একটা প্রাণ আছে---

অমর একুশে আমার ভাষা,

আমার আ--মরি বাংলা ভাষা! 

মাতৃভাষা মনের আকাশ। 

এই ভাষাতেই নানান রঙে আঁকি কথার সাজ!

ভাবনার স্রোতে কলমের আঁচড়ে আঁকা,

বাঙালির চেতনার গভীরে রয়েছে গাঁথা। 

কত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা,

আবু বরকত,রফিক,জব্বার আরো কত যে বীর বাহাদুর--

লড়াই করে জিতে নিতে চেষ্টা করে,

সেদিন লক্ষ কোটি মানুষের কন্ঠ গর্জে ছিলো---

দুর্জয় বাহান্নর একুশে ফেব্রুয়ারি! 

উড়িয়েছিলো মহা সমন্বয়ের ধ্বজা। 

বাংলা ভাষা অ--আ--ক--খ বুলি,

মায়ের মমতা মাখা মিষ্টি ভাষা--

    আ--মরি বাংলা ভাষা! 

আমার  ভাইয়ের রক্তে রাঙানো বর্ণমালায়,

অন্তহীন ইতিহাসের পাতায় পাতায় লেখা--

        ভয়াবহ সত্য কাহিনীটি! 

অমর অমূল্য সম্পদ ভাষার অলঙ্কার চির অম্লান একুশ! 

রবি ঠাকুরের সোনার বাংলা--

নজরুলের বাংলাদেশ--

জীবনানন্দের রূপসী বাংলা! 

স্বমহিমায় বিরাজিতা আমার "বাংলা মা"।

আ-মরি বাংলা ভাষা অলঙ্কার অহংকার,

শতকোটি সেলাম জানাই সাহসী ভাইদের বারংবার--

একুশে ফেব্রুয়ারি অমর হয়ে আছে চিরন্তনী বিশ্বের বাঙালি জাতির মননে। 

ভাইয়ের রক্তে রাঙানো নাম লেখা একুশে ফেব্রুয়ারি,

আ-মরি বাংলা ভাষা!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ