দর্পণ || সাপ্তাহিক ফেসবুক সেরা




পোস্ট বার দেখা হয়েছে

একুশে ফেব্রুয়ারি

       অলোক নস্কর   

                

শিক্ষা আনে চেতনা-

    চেতনা আনে বিপ্লব ,

        বিপ্লবে আনে মুক্তি ,

            মুক্তির দুয়ারে বয়ে যায়

               রক্ত নদী ,

   রক্ত নদীর একটি নাম মিছিল

                     আর ,

               মানুষ সারি-সারি

              একুশে ফেব্রুয়ারি

                  একুশে ফেব্রুয়ারি ।


লড়াই এনেছে বিশ্বাস-

   বিশ্বাসে আনে শক্তি ,

      শক্তি আনে মুক্তি ,

         মুক্তির পথে পড়ে থাকে

            অসংখ্য শব ,

 অসংখ্য শবের একটি নাম ঐক্য

                   আর ,

               মানুষ সারি-সারি

                একুশে ফেব্রুয়ারি

                  একুশে ফেব্রুয়ারি ।


মানুষ এনেছে ভাষা

   ভাষা আনেনি মানুষ ,

      মানুষ'ই আনে মুক্তি ,

      মুক্তির শ্লোগানে হারিয়ে যায়

            ভাই ও বোন ,

  ভাই ও বোনের একটি নাম দেশ

                  আর ,

                      মানুষ সারি-সারি

                      একুশে ফেব্রুয়ারি

                    একুশে ফেব্রুয়ারি ।

====

সভ্যতার পরে সভ্যতায়

সোমনাথ ঘোষাল


আমার শরীর জুড়ে আজ সভ্যতার রং,

সে সভ্যতা যে সভ্যতায় অন্ধকার রাতও দিনের মতো ঝলমল করে,

দিনের আলোয় নিজের ছায়া পরে না,

কিন্তু রাতে.....

নিজের ছায়াকে দেখেই ভয়ে আঁতকে ওঠে শরীর !!!!


চারিদিকে শুধু চারপায়ীর লোলুপ দৃষ্টি,

তৃষ্ণা ভরা চোখ খোঁজে সুযোগের অপেক্ষা।

ধুলো জমা ট্রাম লাইনের পিষে দেয় চাকা,

চিৎকারে চিৎকারে দাগ ফেলে সভ্যতার শরীরে।

চকমকি ঘর্ষণে জ্বলে ওঠে আগুন,

বুকের পাঁজরে জমা ঘৃণ্যতায় !!!!

তবু রাতের শিশির ঝরে ধুলোমাখা শহরের আস্তরনে,

ঝকঝকে হতে চায় সে সবার মুখোমুখি।


পলেস্তারা ঝরে পড়ে,

সবুজ ছুঁয়ে যায় বিস্তীর্ণ মুখোশ পরা সভ্যতার আমার আমি-তে।

আমার এ ক্লান্ত শরীর জীবাশ্ম হতে চায় বার বার,

সমস্ত সত্তার বাইরে,

মৃত হয়েও ছুঁয়ে থাকতে চাই মাটি,

যে মাটি আমার প্রজন্মের বীজ ছেয়ে যাবে সভ্যতার পরে সভ্যতায়......

====

যদি সম্মতি দাও

     অসীম দাস 


যদি সম্মতি দাও 

সোহাগী বৃন্ত- টান এখনই ফেরাব ,

ফিরে যেও ফোড়ন- চুম্বনে !

ক্যালেন্ডারের আকন্ঠ আঙুল 

শুধু ছ' ছটাক দিন ক্ষণ মাপে ।

সহস্র পরমায়ু কর্ষিত হলে 

সূচ্যগ্র সবুজ প্রেম ফোটে ,

গণিতের গূঢ় তত্ত্ব একথা বোঝে না ।


আমিও ভেসে যেতে পারি এক লহমায়

ত্রিকাল - ডিঙিতে চড়ে 

তোমারই ভাসমান হৃদি- উপকূলে ।

জরিপের ফিতে ফিস ফিস করে 

-- মাত্র একশো মাইল পেরোতে 

এতো বড় পঙক্তির দ্রুত গতিবেগ 

অনর্থক অপচয় নয় !

তিন ফসলি নিঃশ্বাসের প্রতিটি মোড়ে

লাল চক্ষু দপ দপ করে ।

জাগতিক হিসেবের নাভিশ্বাস ওঠে ।


কিভাবে বোঝাই ,

অপ্রাপ্তির শূন্যতা আলোকবর্ষ ছুঁতে পারে ।

একমাত্র কবিতাই জানে ,

বিরহের বিশল্যকরণী ওমে 

পুড়ে পুড়ে ছাই হয় দূরত্বের লাশ !

===

ঘুমটা ভাঙাও

মনোজ কুমার রথ 


এক)

    

পতাকাতে পথ ঢেকেছে,ফেস্টুনেতে রেস্টুরেন্ট,

মুখোশ সে মুখকে ঢাকে,চেনা দায় আসল ফ্রেন্ড;

স্লোগান সে তো অভ্রভেদী,

কার যে হবে শহীদবেদী;

লুুটেপুটে নাও খেয়ে নাও- এটাই কিন্তু চলছে ট্রেন্ড। 


দুই) 


দাবার ঘুঁটি আমরা যেন,কিস্তিমাতের চলছে তাড়া,

পতাকাতে ছেয়েছে দেখো,তোমার আমার ওদের পাড়া;

ইস্তাহারের বস্তা ভরে,

ছুটছে ওরা আরও জোরে; 

ফাইল হাতে শুকনো মুখে ওই দাঁড়িয়ে লক্ষ্মীছাড়া। 


তিন) 


আজকে আছি তোমার সাথে,কালকে যাবো ঐ দলেতে;

দিয়েছি কথা এমন কবে,জলটা নেবো এক কলেতে!

এক পোষাকে যায় কি থাকা,

একটাই রং গায়েতে মাখা!

গোঁসাই শুনে মুচকি হাসেন,পুঁতির মালা তার গলেতে!

====

আত্ম অনুসন্ধান

সুজাতা দে


নিজের ভিতর আদিম আদিম রিপু

নিজের ভিতর আতর আতর মায়া,

অচেনা এই অচিন অচিন বোধ

নিজের ভিতর রঙিন রঙিন ছায়া।


আমার আমির মরণ মরণ চাপ

আমার আমির রমণ রমণ ভোগ;

নিজেকে জানা তেমন তেমন হলে

আমার আমির উদাস উদাস যোগ।


আমিকে খুঁজি আমার আমার বলি

আমিকে খুঁজি তোমার তোমার রাজে;

দুঃখ সুখের সমান সমান মাপে

আমিকে খুঁজি ওদের ওদের মাঝে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ