দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || বাংলাভাষা নিয়ে - অমিতাভ সরকার




পোস্ট বার দেখা হয়েছে

 

বাংলাভাষা নিয়ে

অমিতাভ সরকার


বাংলায় বাংলার ভীড় কমে যায়,

বাঙালীরা বুঝে তবু লজ্জা হারায়।

অন্য  ভাষার বাসা বাংলাকে চায়,

বাঙালী কাঙালী সেজে

হ্যাংলামি  খায়।

আমি তুমি কাক তবু  পুচ্ছে পেখম,

অন্য ভাষার জালে আমরা

জখম।

ঘরবাড়ি নিজেদের রোজ  অপমান,

 মুখে তবু সে ভাষায় বোজা

গুণগান।

সবটা থেকেও তাই রই না মানুষ,

মানুষের ত্যাগে আজ সবাই

ফানুশ। 


বাংলায় তালাচাবি বাংলার স্কুল,

ভুল করে ঠিক ভেবে হয় নাকো ভুল।


ছোটবড় সব্বাই এক ভাবনা,

বুদ্ধির বুদ্ধিটা স্কেলে মাপ না!






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ