দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || অমর একুশে - শুক্লা দাস




পোস্ট বার দেখা হয়েছে

অমর একুশে

 শুক্লা দাস


আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারী

সন্তান হারা মায়ের কান্না আজও কি ভুলতে পারি?

স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষণ্ণ দিনের কথা,

বাহান্নর সেই করুণ কাহিনী মনে জাগায় বড়ো ব্যথা।

জানো? ঋতুরাজ বসন্তে লালহয় কেনো ফাগুন...

"উর্দু হবে রাষ্ট্রভাষা"- শুনেই বুকে জ্বলেছিলো আগুন।

ভাষার দাবিতে বাংলায় ঝড় উঠেছিল সেদিন....

নবীন, প্রবীণ কেউ মানেনি পাকিস্তানি বর্বরতার আইন।

বাংলা মায়ের দামাল ছেলে করেছিলপ্রতিবাদ ও লড়াই।

ব্যানার, পোস্টার, প্রতিবাদী চিৎকার "রাষ্ট্র ভাষা বাংলা চাই"।

ভাষা সৈনিকদের রক্তে লাল হয়েছিল রাজপথ ...

তারা হলেন সালাম-রফিক-শফিক-জাব্বার-বরকত।

ভয়কে দূর করে করেছিল  আন্দোলন, বাংলার দামাল ছেলে..

একুশ এলে তাই বাঙালীর বুকে ভাষার প্রদীপ জ্বলে।

একুশ তুমি শহীদ মিনারে উদিত রক্ত কিরণ...

তোমার জন্যই  বাংলা মায়ের পরনে সাদা বসন।

বাংলা মোদের ভালোবাসা, বাংলা মোদের আশা,

কভু যেনো না ভুলি, যাদের রক্তে লেখা এই মাতৃভাষা।

প্রতিবছর স্মরণ করি তাদের আত্মত্যাগের এই মহৎ দিন,

পারবো না শোধ করতে মোরা তাদের দেওয়া রক্তের ঋণ।

অনেক কষ্টে অর্জিত বাংলাভাষা আমার বুকের ধন,

বিশ্বজয়ী বিস্ময়ে নাচে আমার এই বাউল মন।

রক্তের বিনিময়ে পেয়েছি মোরা আমার এই বাংলা ভাষা

একুশ থেকো চির অমর, তুমি আমাদের ভালোবাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ