দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || একুশে ফেব্রুয়ারি - স্বপন কুমার ধর




পোস্ট বার দেখা হয়েছে

একুশে ফেব্রুয়ারি

স্বপন কুমার ধর


ভাষার জন্য শহীদ হয়েছে, বঙ্গ সন্তানেরা,

বুক চিতিয়ে প্রাণ দিয়েছে, রেখেছে কীর্তির ধারা।

ভাষার জন্য রক্ত ঝরেছে, একুশে ফেব্রুয়ারি,

আজীবন মোরা, কখন ও কী তা, একবার ও ভুলতে পারি!


স্বপ্নের ভাষা, আমাদের ভাষা, সুমিষ্ট বাংলা ভাষা,

সময়ে সময়ে বিভিন্ন কবিরা, সমৃদ্ধে করেছেন ঠাসা।

ধর্ম নয়, বর্ণ নয়, নয় কোন বিভেদ কথা,

"সবার ওপরে মানব সত্য" - বলেছেন তারা সর্বদা।


গর্বে মোদের বুক ভরে যায়, বাংলা ভাষা শুনে,

জানি যখন সারা বিশ্ব ও, মানে তা মনেপ্রাণে।

অনাদৃত বঙ্গভাষা দেখিয়েছে, জগৎ কে যে পথ,

আজ ও ছুটে চলে সেই পথ দিয়ে, গৌরবান্বিত মহারথ।


রবির প্রতিভায় পেয়েছে প্রতিষ্ঠা, সমগ্ৰ বিশ্ব সভায়,

নজরুলের চিন্তায় উদ্ধুদ্ধ মানব, ব্রতী হয়েছিলেন স্বাধীনতায়।

ভাষার জন্য বীর শহীদদের, আমরা স্মরণ করি,

নতমস্তকে, সশ্রদ্ধ প্রণামে, দিনটি একুশে ফেব্রুয়ারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ