দর্পণ || বিবর্ণ রঙ - সঙ্গীতা ভদ্র কর্মকার




পোস্ট বার দেখা হয়েছে

বিবর্ণ রঙ

সঙ্গীতা ভদ্র কর্মকার 


সারা দেশ জুড়ে ক্ষুধার্ত মানুষের ঢল নেমেছে

অবিরাম চলছে যেন গরম ভাতের লড়াই, 

চাকরির সন্ধানে ছোটে লক্ষ্য ঝুলন্ত ট্রেনে বাসে। 

কোথায় গেলে বা কিভাবে ফিরবে স্বস্তির নিঃশ্বাস?

এদিকে ঋতুরাজের আবর্তনে বছর ঘুরে এসে পড়েছে বসন্ত 

আর বসন্ত মানেই দখিনা বাতাস এর সাথে ফাগুনের প্রথম আলাপ 

তবে কেন রক্তিম পলাশে লেগে থাকে গরিব সাধারণ মানুষের ঘাম!

উঠোনে আবিরের গন্ধের সাথে ভেসে আসছে জীবন পোড়া দুর্গন্ধ 

চিৎকার হাহাকার যেনো ফুটপাত ভাড়া নিয়েছে

আনন্দ বোধ হয় আটকে পড়েছে পেটের জ্বালা সহ্য করতে করতে।

আর কিছু দল এর সমাধানের বদলে কৃত্রিম রঙে মাতে

ভাই কৃত্রিম রঙ মেখে কি হবে এর রঙ বিবর্ণ?

প্রতিটা প্রাণে ঈশ্বর আসল রঙ দিয়ে জন্ম দিয়েছে,

লাল রঙ আমাদের শরীরে বইছে রক্ত রূপে!

আসো আমরা সকলে ঈশ্বর প্রদত্ত প্রাণ গুলো বাঁচাই

একটু অন্ন বস্ত্র এর জোগান দিয়ে প্রতিনিয়ত। 

তাহলেই এই বসন্ত উৎসব রঙে রঙে ভরে উঠবে

কোকিলের কলতান আর বিস্বাদ লাগবে না।

ফিরবে অপরূপ রঙ বসন্ত উৎসবে গরিবের হাসিটা মাখবো সেদিন গায়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ