দর্পণ || দৈনিক কবিতা গুচ্ছ




পোস্ট বার দেখা হয়েছে
সৃজন : শ্রেয়সী রাণা

ভালবাসি ‌

সুতপা ঘোষ রায়


আমরা বলি নি কখনো ‌ভালবাসি।

কিন্তু আমি শুনেছি তুমি বলছো

..... ভালবাসি ... ভালবাসি।

একবার নয়।

বারবার।শত সহস্র বার।

যখন দেখি তোমার ‌ মুখে প্রথম ভোরের হাসি....

 আমি শুনি ভালবাসি ,ভালবাসি।


সকাল সকাল চায়ের পেয়ালা ‌নিয়ে

অপেক্ষা কর আমার সাথে চায়ে চুমুক দিতে....

তখন শুনি

ভালবাসি ভালবাসি।

সংসারের  কাজে যখন ক্লান্তি আসে নেমে ...

সহানুভূতি দেখি তোমার চোখে।

মনে আমার হয় এক অনুভূতি--

যেন‌ শুনি...

ভালবাসি ভালবাসি।


কতবার যে শুনেছি এই কথা

মনে নেই দিন‌ ক্ষণ।

একটা কথা ই বুঝেছি

আমি বেশ....

আমার কাছে ই বাঁধা তোমার মন।

তাই তো এই অনুভূতির ‌ ছোঁয়া

তোমার  সাথেই করছি বিনিময়...

ভালবাসি.... ভালবাসি।

====

"ডাকঘরে,,

 অপালা 


তোমার চিঠি পড়তে পড়তে আমি যখন জানলার কাছে এসে দাঁড়ালাম-

হঠাৎ যেন কবিতা হয়ে গেছি... 


দূরে হারিয়ে যাওয়া সকালের ট্টেন - চেনা আকাশেই নিরুদ্দেশ... 


এখানে মেঘের চার দেওয়ালের নীচে ঈষৎ হলদে আকাশ, 

আলো-গাছের জাফরির ভেতরে অলিক ছায়া.... 


কোনো নির্জনে জেগে আছে বকুলের বেলা, কথা বলে চলে কার সাথে!


গাঁথনিতে এখনো পরিত্যক্ত ঘাসেদের রাত্রিছাল, সারা হেমন্ত জুড়ে শ্রাবণের বাকল, 


ঝরে পড়ছে সেকি অবিমিশ্রিত সুর.....!  মিশে আছে বিকালের  জলরঙ পাহাড়ের উষ্ণীষে.. 


অন্যমনে ছুঁয়ে ছুঁয়ে আমিও এক উদাসীন তরঙ্গ - 


তবে কি কখনও তুমিই ডেকেছিলে!


দেরী হয়ে গেলে,একলা বক সাথিহারা চারকোণা ঘরে -

এতসময় পরে ফিরে এলে- সেই সূদুরের পথ পেরিয়ে!!


====

(আজ ৩রা মার্চ বিশ্ব বন‍্য প্রাণী দিবস)

আগামীর স্বপ্ন

শিবানী বাগচী


প্রাণের স্পন্দনে প্রাণী, 

জড়িয়ে বাঁচে গাছ।

পেয়েছি জীবনে বাঁচার রসদ,

দিয়েছে নিঃশ্বাসে আশ্বাস।


অরণ‍্য গেয়েছে জীবনের গান,

স্বমহিমায় কালে কালে।

অকাতরে চলে অরণ‍্য নিধন,

এই প্রকৃতি মায়ের কোলে।


বৃক্ষের সাথে চলে অত‍্যাচার,

বিনষ্ট হয় প্রাণীকুল।

সমূহ বিপদ আশু আগামীর,

মেনো না এহেন বিষম ভুল?


বলবৎ হোক কঠিন আইন,

হোক প্রাণী ও বনের উন্নয়ন।

বন‍্যপ্রাণীর সংরক্ষণ লাগু,

আসুক না হয় সেই শুভক্ষণ।


ভবিষ‍্যৎ প্রজন্ম উচ্ছসিত 

হোক, সবুজের গান গেয়ে।

হত‍্যা করোনা প্রাণ ও প্রাণী,

থেকো না নির্দ্দয় হয়ে?


হাজার পাখী মেলুক ডানা,

সুনীল আকাশ জুড়ে।

ভারসাম‍্য ফিরুক মাটির ধরায়,

হারিয়ে পাওয়া গানের সুরে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ