দর্পণ || পিনপোস্ট কলম || মধুপর্ণা বসু




পোস্ট বার দেখা হয়েছে

সংক্রমণ 

 মধুপর্ণা বসু 


ভীষণ দুর্বল এক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি, 

অবশ্যম্ভাবী খবরে হেরে যাই অচিরেই, 

গ্রেফতারি পরোয়ানা জারি করে ভয়ংকর নাৎসি প্রেমিক, 

কেঁদে কুল পাইনা...

অসুখের মিথ্যে ছুতোয়

কবিতার খাতা লুকিয়ে ফেলি।

আমাকে জোর করে নিছক প্রেমের নাগরিক খেমটা লেখায় সে,

মনের ইচ্ছের বাইরেও এক বিশ্রী টান, 

পালিয়ে যাই, হাসিতে যন্ত্রণার ব্যথার দাগ মুছে ফেলি, 

আমার বুকের গুপ্ত কুঠুরিতে বিষাদ মুনাফা জমা করি, 

হাসি কান্নার মতো কবিতাও ছোঁয়াচে।

মুখ ফিরিয়ে নিতে পারিনা এই শব্দের প্রেম থেকে... রোগ আরও ছড়িয়ে পড়ে, শরীর থেকে মনে, তারপর সুষুম্নাকাণ্ড দিয়ে গড়িয়ে যায় শব্দের তেল জল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ