দর্পণ || পিনপোস্ট কলম || ঝুমা মল্লিক




পোস্ট বার দেখা হয়েছে

এ'তো ভালোবাসাই

 ঝুমা মল্লিক


ভালোবাসো !

তবে তোমার অভিমান কিসের ?

একা একা শহরের পথে হেঁটে দেখো 

দেখো, বাস ,ট্রাম আর মুখোশধারী মানুষের দাম।

তারপর পথ ছেড়ে এসো দাওয়ায়।

মুখোমুখি বসে থাকো  সহস্র বছর ।


ভালোবাসো বলেছিলে।

প্রতিদিন বলো।

আবার যদি বলো।

তোমায় জিজ্ঞেস করবো?

ভালোবাসো যদি, চাওয়া পাওয়া আরো কতকিছুর অভিলাষ।

তোমার  আরো কতকিছুর লোভ।


যদি ভালোবাসো

এই শহরে বটগাছের মতো দাঁড়িয়ে থাকো।

রোদ ,জলে ,পুড়তে থাকো।

যদি ছাই হয়ে যাও।

তবে বাতাসে জানিয়ে দেব তোমার দাম।

যদি ভালোবাসো ।

এই শহরে মোমবাতি মিছিল করো।

অপেক্ষা করো শেষ ফাগুনের।


প্রেমিক যদিও পুরুষ নয়।

যদি সে প্রজাপতি হতে পারে।

তবেই  সে ভালোবাসতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ