দর্পণ || পথ হারানো বসন্ত পথিক - শুক্লা দাস




পোস্ট বার দেখা হয়েছে

পথ হারানো বসন্ত পথিক

শুক্লা দাস


আমি যে পথহারা এক পথিক 

আমার মনে বাজে না প্রেমের সুর,

আমার জীবনে প্রতিটি দিনই বেরঙিন;

তাই বসন্ত থেকে যায় অনেক দূর।


আমার জীবন বাগানে শিমুল পলাশ ফোটে না

তবুও নাকি ফাগুন লাগে বনে বনে,

কৃষ্ণচূড়া লাল হয় না, পিকের কুহুতান শোনা যায় না;

তাই আশার বসন্ত আসে না এই পোড়া মনে।


আমার চোখে বসন্ত দারুণ নয় নিদারুণ ত্রাস

পেটে ক্ষুধার জ্বালা, মনে শ্রাবণের ঢল,

বসন্ত আমার জীবনে জ্বালাময়ী চৈত্রমাস;

তাই দুখের সাগরে ডুব দিয়ে হাতড়ে মরি সুখের তল।


রামধনুর সাত রঙে আমার হৃদয়ে রঙ লাগে না

দুনিয়ার যত হতাশা আমাকে জাপটে ধরে,

আমার কষ্টগুলো কষ্টে জর্জরিত মনে হানা দেয় না;

সমস্ত ইচ্ছে গুলো ডানা মেলে উড়ে গেছে দিগন্তের পারে।


মনের যন্ত্রণাগুলো প্রদীপের শিখার মতো জ্বলতে থাকে

আগ্নেয়গিরির লাভায় দগ্ধ হয়েও বাঁচার আকুতি,

আমি আদর , যত্ন, মায়া, মমতা হারা এক বসন্ত পথিক;

আমি ভালোবাসা হারা এক প্রেমিক এটাই মনের তৃপ্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ