দর্পণ || দৈনিক কবিতা গুচ্ছ




পোস্ট বার দেখা হয়েছে

বসন্ত আমার মিতা

 সুমা গোস্বামী

         

 ভোরের লজ্জায় রাঙা আকাশ

 শিমুল- পলাশের সাথে মিতালি

 বলছে আমার মনের দ্বারে

 "বসন্ত এসে গেছে " ।


কোকিলের কুহু সুরের মূর্ছনা

মৃদু রোদেলা সকালের উষ্ণতা

জানিয়ে রাখলো আমায় 

বসন্ত , আমার মিতা ।


শ্বেত-শুভ্র কাঞ্চনের অনুরাগ

আমের শাখায় মুকুলের দুষ্টুমি

সগর্বে ঘোষণা করেছে আজ

" বসন্ত এসে গেছে " ।


পয়লা ফাগুনের চাঁদনি রাত

মৌমাছির সেই গুণগুণ সুর

দখিনা বাতাস গাইছে গান

বসন্ত , আমার মিতা ।

--------------------------------

উদীয়মান সূর্য

শান্তি দাস


কত ব্যথা বেদনা দিয়ে গলে এই পুরাতন বর্ষ কুড়ি, 

একুশ তো এসেছে নতুন সূর্য নিয়ে মিলবে কি জুড়ি। 

উদীয়মান সূর্যকে করেছি বরণ ছেড়ে দাও সব অভিমান, 

সৃষ্টির সৃষ্টি হয় ভিন্ন ভিন্ন রূপ তাতে তো নেই বিরাম। 

ভালো আর মন্দ নিয়েই তো জীবন গড়া, 

তাই বলে কি মন্দকে সবসময় মনে করা! 

নতুন সূর্য নতুন আহবান পুরাতন সব ভুলে জাগাও প্রাণ, 

নির্ভয়ে নিজেকে করবো প্রস্তুত করো জীবনের আহবান। 

একুশ এসেছে স্বাভাবিক জীবন যাপনের উদ্যোগ, 

কুড়ির মতো জীবন যাপনে যাতে না করতে হয় দুর্ভোগ। 

কুড়ি সাল তো দিলো মোদের অনেক শিক্ষা, 

দূর করতে হবে একটি বছরের এই অশিক্ষা। 

দেশের ভবিতব্য শিশুদের মনে নতুন ভাবে শিক্ষার আলো, 

একটি বছরে অনেক ক্ষতি হলো দুর করতে হবে মনের কালো। 

নতুন বছর যাতে সবাই মিলে করতে পারে জয়, 

সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে চলতে যেন না হয় ভয়। 

স্মৃতির পাতায় কুড়িকে রেখে নতুনের আহবান, 

পুরাতন হয়েছে বিদায় তার প্রতি যেন না থাকে অভিমান।

উদীয়মান সূর্যের আলোয় হোক বিকশিত মন, 

আমরা করবো জয় এই হবে নতুন আহবানের পণ।

-------------------------------

হিসেব

অনন্যা পাল সেনগুপ্ত


আজ খেরোর খাতাটা খুলেছিলাম, দেখলাম  জমা খরচের হিসেব নিকেশ কিছুই মিলছে না ,

ছোটবেলায় অঙ্কে খুব কাঁচা ছিলাম ,তাই তখন অঙ্ক মেলাতে পারিনি । 

কিন্তু এখন , এখনো কি অঙ্কে কাঁচাই থেকে গেছি?

কি জানি ,এক স্বত্বা বলে যা পেয়েছো তাই মেনে নাও,

আরেক স্বত্বা বলে কেন,মানবো কেন , আমারও তো পাওয়ার  অধিকার আছে। 

আচ্ছা , অধিকার কোথা থেকে আসে?কাকে বলে অধিকার?কার উপর অধিকার ফলানো যায়?

না তোমাদের ভাবনার সাথে আমার মিলবে না, এই  আমি যে আবার   অঙ্কে খুব কাঁচা।

একদিন একদিন করতে করতে জীবন তো শেষ প্রান্তে এসে গেলো,

যেতে তো হবেই , অনেক  চাওয়া পাওয়া অপূর্ণ রয়ে গেল,

যে চাওয়া গুলো পূর্ণ হলো না সেই গুলো কি পরের জন্মে পাওয়া যায়?

কি জানি , হয়তো যায়, কিংবা যায় না

মনের স্বাদ তো অনেক খানি পূরন হলো তাই বা কম কি....

অনেক কিছু না পাওয়া আছে তবুও একটু খানি ভালো কিছু পেলে মন টা যেনো অনেক খানি ভালো হয়ে ওঠে। এই কথা মন মানতেই চায় না ,সে বিদ্রোহ ঘোষণা করে  ,বলে কেন মানবো?  এর উত্তর খুঁজতে খুঁজতে মহাকালে লীন হয়ে গেলেও এর উত্তর আমার নিরুত্তর ই  থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ