দর্পণ || তুমি দেখে নিও || আসিফ রহিম




পোস্ট বার দেখা হয়েছে

তুমি দেখে নিও

আসিফ রহিম 


এতদিন চৈত্রদাহে যে মন পুড়ে হয়েছে অঙ্গার 

আজকে সেখানেই বসন্তের স্মৃতির মেলা বসবে দেখে নিও 

কাচা সোনা রোদে ঘামে ভেজা সার্টের আস্তিনে 

যে আকুলতার পিছুটান দিয়ে বলেছিলে নিয়ে যাও আমায় 

দিনে দুপুরে কান্নাভেজা অধরে চুমু খেয়ে বলেছিলে ভালবাসি শুধু তোমায় 

সেই আমি এইখানে রংপুর সেনাবাসে এসেছিলাম বাসন্তী পাঞ্জাবী পড়ে 

প্রনয়ের লাজে হুড তোলা রিক্সায় পার করেছি ফাল্গুনী আমেজ 

অস্থির উচাটন মন কুয়াশা ভরা শীতেও এনেছিল উচ্ছ্বাসী বসন্তের  গান 

নিরাপত্তাভেদী সামরিক আবাসেও পলাশ শিমুলে জাগিয়েছে 

মধ্যদুপুরে যুগল নৃত্যের প্রতিচ্ছবি 

উকি দেয়া চড়ুই লেজ তুলে উপভোগ করেছে আমাদের বাহুবন্দী আদিম প্রেম 

নির্জন দুপুরে পরাগরেনু ভাসমান বাতাসে 

আমরা জোড়া বিহঙ্গের উমে ডুবেছি স্বপ্নের সীমানায় 

শান্ত পদ্মার তীরে নাগিনীর উদ্ধত ছোবলের মুখেও তোমার হাত ধরে রেখেছি অটল শক্তিতে 

উদ্বেগের বিকেলে কাজলদিঘী চোখে দেখেছি বিহাগী গিটারের সুর 

আজ এখানে নির্মিলিত কুহুতানে একাকি বাসরে 

এক এক করে সাজিয়ে রেখেছি উত্তাপ মাখা জীবন বসন্তের শিশির ভেজা তাজা গোলাপের রক্তিমতা 

আয়ুর বাধনে কবিতার ছন্দে বুনেছি আবেগের তাজমহল 

জোছনা রাতে হাস্নাহেনার গন্ধে মাতাল বসন্তের ভ্রোমরা হয়ে 

ঝলসে উঠা পান্ডুর চোখে আমি তোমার কটিদেশের জংঘার  পাপড়িতে অবারিত সুখে গলে পড়ব 

মিলনের মোহনায় নোনা ব্যাথায় এক হব দুজনায় 

এই বাসন্তি সকালের শিশির মাখা শিউলির বৃন্তে শিহরিত অভিমানে 

তুমি দেখে নিও স্মৃতির মেলা উচিয়ে এই চিলেকোঠায় কৃষ্ণচুড়ার ছায়ে তোমার আমার দখিনা বাতাসের জলসা বসবেই বসবে। দেখে নিও তুমি.... 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ