দর্পণ || পিনপোস্ট কলম || রাণা চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

আকর্ষণে মুক্তি নিঃশব্দে চুক্তি

 রাণা চ্যাটার্জী


আমি আজ বহুক্ষণ তোমার ছবি দেখে কাটিয়েছি,

লক ডাউনের ভারতবর্ষে ভীত সন্ত্রস্ত নাগরিক    

                যখন একবার টিভি নিউজে চোখ,

আশঙ্কার কালো মেঘ নিয়ে ডাইনিংয়ে রাখা বোতলের জল পাকস্থলীতে চালান করে আবার

        গম্ভীর পায়চারি তখনো আমি এক দৃষ্টে 

                          তোমার ছবির দিকে আত্ম মগ্ন।


আমার জন্য একটাও ম্যাসেজ না আসা শূন্য

হোয়াটসআপের প্রোফাইল শুধু একমনে দেখছি...

     চশমা ফ্রেমে আবদ্ধ ওই উজ্জ্বল বুদ্ধিদৃপ্ত চোখ,

পরিপাটি বাধা চুল,একচিলতে রোদ্দুর হাসিমুখ বারংবার ভরসা জুগিয়ে অলক্ষ্যে চোখ মুছিয়ে আমায় যেন বলছে,"রাত হলো যাও ঘুমাও,ওসব ঘুমের ওষুধ নয়,শুধু ঘুম চাই নিটোল আদর ঘুম"।


রাতের জানালার বাইরের নিকষ কালো আঁধার,

        মুখ ঢেকে যেন ফিসফিস করে বলে গেল,

ভাবতে নেই এত,কিছু তো হয় নি তবু এমন কেন    

   দুজন দুজন কে দূরে সরিয়ে দেবার অভিপ্রায়!


অনুভব করেছি কম্পিত ওষ্ঠর অস্থিরতা,

কিছু বলতে চেয়েও কেবল একাগ্র চিত্তে অবস্থান।

আঙুলস্পর্শে মুখ মন্ডল ছুঁয়ে নত মস্তকে 

তোমায় অবলোকন,এক অদ্ভুত শান্তি খুঁজে ফেরা।


আঁধার এ শূন্য ঘরে শুধু ঘড়ির টিকটিক, 

       ঝকঝকে প্রোফাইলের "শুধু তুমি" মুক্তর হাসি,

অদ্ভুত মাদকতায় বিশ্বাস আঁকড়ে ভরসার তুমিতে

          সব পেয়েছির একমুঠো ভোরের আকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ