দর্পণ || পিনপোস্ট কলম || ঋজু




পোস্ট বার দেখা হয়েছে

একটি অসম্ভব মায়াগান

ঋজু


বেশ কিছুদিন কবিতায় বসবাস

অনেক অজানা গল্প,স্মৃতিকথা ও আলিঙ্গন 

মাঝেসাঝে ভগ্নাংশের নির্মাণ,  ছায়ার মতো

বহু দূর থেকে অভিবাদন জানায় কেউ...


চোখে জল আসে

সদ্য নির্মাণ ভেসে যায় অকাল বর্ষণে।


বসন্তের সোহাগ মেখে উচ্চারিত হয় শব্দ

যেন কোনো ঐতিহাসিক সফরের অভিজ্ঞতা-প্রেম

লিপিবদ্ধ করা আছে কালের নিয়মে।


চলে যেতে হয়   চুম্বনের মৌতাত রেখে

ক্রিস্টোফারের মতো পেরিয়ে যেতে হয় সংসার


তবু আলোকবর্ষ পেরিয়ে আসে রোদ

যেন ডাকহরকরা 

খবর ফেরি করে একাল থেকে সেকালে


সময় হয়ে আসে

সরিয়ে নাও ছোটোখাটো শ্বাসের আরাম ও দৃষ্টি মুগ্ধতা

বন্ধনে জড়িয়ে রাখার শান্তি ও কষ্ট সরিয়ে নাও 


শুধু শেষ পলাতক যানে, রেখে দিও ঘরে ফেরার আমন্ত্রণ 

আমার ভাষার জলছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ