দর্পণ || জিজ্ঞাসা || পলাশ দাশ




পোস্ট বার দেখা হয়েছে

জিজ্ঞাসা

পলাশ দাশ


কেন রাঙাও হে কৃষ্ণচূড়া,,এমন টকটকে লাল? 

জানোনা বুঝি!এখন চলছে যে ভরা বসন্তকাল,, 


 হে প্রজাপতি, কেন মেলে দাও এমন রঙিন পাখা?

জানোনা বুঝি!সমস্ত বনস্পতি যে ফুলে ফুলে ঢাকা,, 


 ও চাঁদ,কেন আঁড়মোড়া ভেঙ্গে ভেঙ্গে বিনিদ্র থাকো?

জানোনা বুঝি! প্রিয়তমার  কপালে টিপ করে রাখো,,


হে শিশির বিন্দু,কেন আনলে শিহরিত নতুন প্রভাত?

জানোনা বুঝি! নতুন দ্বার খুলে দিতেই এ অভিঘাত,,


দেহ যষ্টীতে আজ কেন আবৃত লাল পাড় হলুদ শাড়ি? 

জানোনা বুঝি! কৈশোরী পেরিয়ে আমি যে পূর্ণ নারী,, 


তুমি কি স্বপ্নে উড়াও আঁচল,কোন বেনারসি -জামদানী? 

জানোনা বুঝি!কত ঘর বাঁধি মনেমনে তুমি আর আমি,, 


কেন তবে হঠাৎ অচেনা ঝড়ে,ভাঙলে বাসন্তী হৃদয়ে স্বপ্নের ঘর?

নিশ্চুপ, নেই কোন উত্তর,উদ্বেলে ভেসে নিয়ে গেল চাল চুলো খড়,,,,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ