দর্পণ || পিনপোস্ট কলম || বন্দনা পাত্র




পোস্ট বার দেখা হয়েছে

মানবীর লেখনী 

বন্দনা পাত্র 


এক মানবীর স্বপ্ন, দুরন্ত বৈশাখী ঝড়ে             

সময়ের একমুখী ধাবমান তীরে----

অলীক স্বপ্ন মুখ ধুবড়ে পড়েছিল।

পাষাণ হয়ে উঠেছিল সে,

তবু আকর্ষণ কমে নি স্বপ্ন দেখার।

ছুঁড়ে দেওয়া কথা শুনে 

         কান্নায় মুখ গুঁজে মায়ার 

সংসারে সন্ন্যাসী সাজে,

চাওয়া পাওয়া ফেলে দিয়ে 

প্রাপ্তির ঘরে কলম হাতে নিয়ে 

স্বপ্ন দেখে, মুখ বন্ধ রেখে 

গদ্যে,পদ্যে গোপনে হাতের আঙুলে 

কথা বলে নিঝুম দুপুরে। 

কে করবে মানবীর দুরন্ত স্বপ্ন নাশ?

গোপনে লিখে চলে হৃদপিন্ডের ভাষ।

কাজল কালো চোখের থেকে দু ফোঁটা 

জলে মুক্তো ফোটে,

কলম ঠুকে কান্না থামায়---

ঈর্ষার ঘ্রাণ পায় কথায় কথায় 

এ মেয়ে নয় সহজ মোটে

বুক ছুঁয়ে যায় জলে,ও পাষাণ বটে,

মানবীর আকর্ষণ কমে না স্বপ্ন দেখার।

গর্ভগৃহে লোলুপ দৃষ্টি অমৃতকুম্ভে 

মানবী-রূপে দেবী জাগে নাশিবে শুম্ভে নিশুম্ভে।

বলশালী পুরুষের পড়ছে দীর্ঘশ্বাস----

মানবী লিখে চলে জীবন উপন্যাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ