স্মরণাঞ্জলি || কবিতাগুচ্ছ || জয়তী দাস




পোস্ট বার দেখা হয়েছে

প্রতীক্ষা ----


  সারাদিন কতো যোগাড়,

  অথচ পশ্চিমের রোদে

  সবাই গেলো চলে।


 রেখে গেলো বাদুড়ের ডানায়

 কিছু অন্ধকার -

 একাকী জানলার কপাট তখন বন্ধ


 যারা এসেছিলো এ পথ দিয়ে

 ফিরে গেলো তারা অন্য পথে,

 প্রতীক্ষা তখনও আঁচল পেতে


 দাঁড়িয়ে একা নীরবতা

 শুধুই অজানার।।

====

আকীর্ণ তেষ্টা,, 

   

ঘাস-ফুল- নদীর ওপরে চড়ে বসেছে এই রাত্রি পাথর -

তোমাকে কাল খুুুঁজবো না সকালের পাখি -

যদি দেখো সেই কালো চাদরে ঢেকে আছি আমি -

ডেকোনা আমাকেও - 

শুধু জেনে যেও- ওর মতো আমি সহজ ছিলাম না -

যতটা কঠিন পাথরের জলে ভেসে থাকা -

তার থেকেও আমি কঠিন হয়েছিলাম। 

তবুও বুকের ভেতরে পুষে রেখেছি সাদা সেই খরগোশ 

মাঝেমাঝে সবুজ কচি রোদে কি যেন খুঁজতে চায়! 

এই জলের তেষ্টা আমাকেও তাড়িয়ে নিয়ে বেড়িয়েছিলো -

===

 দুই পৃথিবী,, 


কত তম বয়স আলমারিটার! 

ন্যাপথালিনের গন্ধে বুদ হয়ে থাকে জন্ম মৃত্যুর নথিপত্র! 

দিনে কতবার ওর দরজা; খোলা- বন্ধ হয়!

সরষে বালিশের পরতে পরতে কত শীতের রোদ্দুর-

টুপটাপ ঝরে পড়া শিউলি শরতে আগমনীর নীলসাদা জামায়;

গান গাইতে গাইতে কারা এগিয়ে যায় দিকশূন্য পুরে! 

তাজা রক্তের ঘ্রাণ গন্ধগোকুলের ঠোঁটে -

কে কাকে তাড়া করে বেড়ায় অন্ধের গলিটায়! 


কয়েকটা রক্তকরবী ফুটে গেছে ভোরের সুরে ;

জেগে উঠেছে মুকুলের ঘ্রাণ বসন্তের ডালে ডালে -


এই মেদুর রোদ্দুরে- আমি আর সেই আলমারি একই অক্ষরেখায়;

বর্তমান ভাঙতে ভাঙতে নতুন থানের গন্ধে কখন ঢেকে যাই। 


দুই পৃথিবী আলাদা হতে আদৌ কোন চাবি থাকে পাল্লার গায়ে!! 

====

 চড়াই জীবন 


কোনো এক সকালের চাবিটা ঝুলছে দেওয়ালে 

হাত বাড়িয়ে খোলার উৎসাহ নেই.. 

অনেকটা অবকাশ পেয়ে বসেছে বাড়িটাকে 

আজ ও একাই আছে। আর আছে ব্যবহৃত চিরুনি আয়না -

এ ঘর থেকে ও ঘর, ছড়িয়ে ছিটিয়ে আহ্লাদী নিবৃত্তি! 

আকাশ লুকিয়ে, গাছেদের লুকিয়ে বন্দী পাখি যখন আটকে পড়ে ঘরে, 

ডানা ঝাপটিয়ে দেওয়াল বেয়ে জানলা খুঁজে ফেরে -

এখানেই দ্বৈত ঠিকানা লেখা এপার ওপারে -

===

 পড়লে মনে,,, 


 তোমাদের বাড়ির পাশেই তো আমার চেনা ঘর

 নদীর সাথে কত কথা বলেছি একলা -

 পাখির ঠোঁটে ছিলো আমারই অবুঝ ভাষা,

 জলের মতো সরল সহজ - তবুও কত অচেনা -

 সবকি কবিতা হয় বলো ? 

 আমি যেন পরশপাথর খুঁজতে এসেছিলাম তোমাদের 

 বাগানে-

 লুকিয়ে রেখেছো শীতের তোষকে, উষ্ণ বরফের বুক

 দেখছো দূরে উড়ে যাচ্ছে তুলো শিমুলের শরীর ছেড়ে 

 ধোঁয়া ছেড়ে উড়ে যাচ্ছে হলুদ ভালোবাসা, বরফের চূড়া ভেঙে-

 তবুও ভালোবেসো - 

 দূরের নৌকা বহুদূর যাবে এমনই তো কথা ছিলো... 

 কয়েকটা দিন আমরা কত চেনা ছিলাম।। 

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. জয়ী অসাধারণ মন ছোঁয়া প্রতিটি কবিতা। অনন্য শ্রদ্ধাসুমন দাদার স্মরণে।

    উত্তরমুছুন
  2. জয়ী অসাধারণ মন ছোঁয়া প্রতিটি কবিতা। অনন্য শ্রদ্ধাসুমন দাদার স্মরণে।

    উত্তরমুছুন