দর্পণ॥ ভীড়/ভার /ভারী ॥ আরতি ধর




পোস্ট বার দেখা হয়েছে

ভীড়/ভার /ভারী 

আরতি ধর


এবার কিন্তু শুধুমাত্র আমি নই

এবার আমরা চাইছি....... 


কি চাইছো? 


প্রশ্ন ছুড়লে কি? 


আমরা প্রতিবাদ চাইছি না

আমরা প্রতিরোধ করছি না

আমরা শুধু ভীড় চাইছি! 


গনগনে আগুন ছড়াক দিবাকর

অথবা ঝমঝম বৃষ্টি আনুক প্লাবন

তবুও আমরা ভীড় চাইছি! 


কেন চাইছি? 


প্রশ্ন করতে পারো 

তবে জন অরণ্যে সে প্রশ্ন 

আসবে না আমাদের কানে

ঈশ্বর জানেন! 


আমরা ভীড় চাইছি

সে ভীড় জমুক

শত বাঁধা উপেক্ষা করে

ক্ষুধার্ত পেটে গামছা বেঁধে

ঘুমন্ত সন্তান ঘরে রেখে

দিন হাজিরা কামাই করে..... 


ভীড় চাইছি

ভীড় বাড়াচ্ছি

ভাবছি...... 


কি? 


ভাবছি ভীড় গেঁথে  তৈরি করব

একটা সিঁড়ি

উঠে যাবো তরতর করে

অনেকটা ওপরে...... 


এতোটাই ওপরে যে সেখান থেকে চোখ মেলাতে চাইলেই 

হবে না চোখাচোখি

কথা বললেও হবে না মুখোমুখি. 


তবে হাত নেড়ে বিদায় জানালে

তা বোঝা যাবে

একদমই স্পষ্ট

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ