দর্পণ॥ পিনপোস্ট কলম॥ সুতপা ব‍্যানার্জী(রায়)




পোস্ট বার দেখা হয়েছে

                            উচ্ছ্বাসে বাঁচা

                         সুতপা ব‍্যানার্জী(রায়)


মনের স্তরে একটা অন্ধকার ছায়া নদী খেলা করে,

নদীর মাঝে ওঠা ঘূর্ণাবর্তে মাঝির হাতে সাদা পতাকা,

মন যখন কুড়োতে চায় ফেলাছড়া স্বপ্নগুলো,

তখন ইগোর পাহাড়টার জগদ্দল চেপে বসা,

হাতের বৃত্তের সঙ্গে ভাগ করতে চায় ভাবনাগুলো,

কোথা থেকে একটা কর্কশ হাত সব ভেঙেচুরে দেয়,

নিজের সঙ্গে নিজের লড়াই আয়নার প্রতিবিম্বতে,

চারিত্রিক দৃঢ়তার মাঝে চালুনির ছিদ্রে সব পন্ড,

যে হৃদয়ে নীরজ শোভা, সেই হৃদয়েই মিথ‍্যে কার্পণ‍্য,

নানান্ সম্পর্কে প্রতিফলিত ভিন্ন চরিত্রে বাঁচে,

পরিস্থিতির আগুনে সেঁকতে সেঁকতে মিশে যায় সব,

ব‍্যক্তিসত্তার ফারাক ব‍্যক্তিতের দুর্বলতায় ক্ষয়ে যায়,

প্রকান্ড একটা মাঠ যখন হিমেল রোদ গায়ে মাখে,

ঔদার্যের রামধনু ধৌত বৃষ্টিতে আলপনা আঁকে,

সম্মুখীন বিপদে প্রসারিত হৃদয় শ্বেতশুভ্র রঙে,

ঝোড়ো বাতাসে ভেঙে যায় নির্বাচনের আগল,

চূর্ণ-বিচূর্ণ হয় স্বার্থের দাপট, ভাগের দেওয়াল,

অজস্র মস্তিষ্কে হাসনুহানা গন্ধ ছড়ায় বাঁচার উচ্ছ্বাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ