দর্পণ ॥ স্মরণাঞ্জলি || কবিতা কোলাজ




পোস্ট বার দেখা হয়েছে


 
 স্মরণে—মঙ্গল মিদ্যা 

স্মৃতি এখনো তাজা রয়েছে,
জয়তী দিদির কাছে ফোন এসে বলবে -
কেমন আছিস মা.....!
স্বপ্না দিদির সাথে ফোনে কত্ত কথা হবে,
অথচ কেউ একটুও বিরক্ত হবে না।
দেবাশীষ দা এত ঘণ্টা পরেও মানতে নারাজ
পিতৃতুল্য অভিভাবকটি আর নেই।
অলিপা দি'র পাঠানো দর্পণের মাস্ক আর বইটা
এখন শুধুই ফ্রেম বন্দি একটা ছবি।

সত্যি, স্মৃতিগুলো আজ বড্ড তাজা।

মানুষগুলো কেমন যেনো চলে যায়....!
জানি সবাইকে একদিন ঠিক চলে যেতে হবেই,
কিন্তু এভাবে হঠাৎ করে কেনো চলে যায় ?

আলোয় নিয়ম অন্ধকারকে চ্যালেঞ্জ করা।
দর্পণের কাছে তিনি সেই আলো।
তরুণ কবির গাছের পাতা সবুজ হয়,
সমাজসেবায় পাতারা খাদ্য পায়,
উপদেষ্টায় দর্পণ গাছ বড় হয়ে যায়।

চিন্তু...... অনুভূতি...... অনুপ্রেরণা প্রিয় দাদা
শ্রী পার্থসারথি ঘোষ
 আপনার স্মৃতিগুলো আজও তাজা।।

====

স্মরণে—দেবাশীষ ভট্টাচার্য্য


Let me now sleep~

   মৃত্যু কথা বলো - 

এ দুঃখ তোমার দরজায় আঘাত হানতে চায়, 

এই শোক তোমায় জাগিয়ে রাখবে ঠিক -

আশেপাশের যন্ত্রণা , যতো ক্ষোভ,

নিরাময় বলতে মিলিয়ে রাখা কোনমতে,

যারা জেগে আছে তোমার পাশে,

তাঁদের ডেকে দিও সকাল হলে,

তাদের গর্ভে স্মৃতির সদ্যোজাত -

হাহাকার জীবনের রয়ে গেছে।


মৃত্যু একবার ইশারা দাও,

একবার বলো কেনো তুমি চুপ -

নিথর দেহ তোমার প্রাণ -

নিঃশ্বাস জলাঞ্জলি গেছে কবেই,

সুখে পরশে যাদের বাসভবনে কান্না ভেজা রোদ -

সবাই ফিরবে একদিন - 

এই আশা, বেইমানি করবে না জানি,

যতোটুকু রয়ে যায় সেটাই পথচলা।


যেখানে গল্প ছিলো, যেখানে পরিচিত প্রতিনিধি -

থেকে যাওয়ার পরেও অদেখা পরিণতি,  

খবরে খবরে শূন্যস্থান বেড়ে যায়,

হতাশা হতাশা হতাশা,  

তাঁকে ঘুমাতে দিও -

তাঁকে ডেকোনা আর,  

তাঁকে পরশ দিও আঁচলে ঢেকে,  

সে তোমার পথচারী -

মহাশূন্যে আকাশের শেষ প্রান্তে,  

মৃত্যু কথা বলো -

আমায় জানিয়ে যাও ....

তাঁকে সযত্নে ঘুমাতে দিও ...

===

স্মরণে —পিন্টু বেতাল


আধার তুমি ভালোবাসার~

মানতে পারেনি মন, কিম্বা প্রত্যেকটা শব্দ ও অক্ষর;

আকন্ঠ তব ভালোবাসা ও সান্নিধ্যটা- যারা পেয়েছে নিরন্তর।

প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা কলম- আজ শোকস্তব্ধ, নিতান্তই বিহ্বল!

হয়নি এখনো বিশ্বাস হায়, আসবে না আর নোটিফিকেশনে তোমার মূল্যায়ন।

চাক্ষুষ কভূ হয়নি তো তাতে কীই বা আসে যায়!

প্রতিনিয়ত দিয়ে গেছো ছোঁয়া অসীম প্রেরণায়।

চিরোআভারি থাকবে কলম- যেখানেই থাকো না কেন,

আকাশেরই ওই নক্ষত্রমাঝে তুমি রইবে সদা অমর;

ফুটবে যখন সন্ধ্যাতারা, তোমায় খুঁজবে আকুল নয়ন,

প্রত্যেকটা শব্দ, অক্ষর, গল্প, কবিতা, প্রত্যেকটা সাহিত্য কলম।

ভালোবাসার আধার তুমি হে শ্রদ্ধেয় কবি মহান, 

সাহিত্যের ঐ আকাশ জুড়ে থাকবে বেঁচে মনের মাঝে অনন্তকাল;

পরমশ্রদ্ধায় আজীবনই তোমায় করে যাব স্মরণ,

নিয়তির কাছে হেরে শুধু অভিভাবকহীন হলো আজি বঙ্গীয় সাহিত্য দর্পণ!

মানতে পারেনি মন, কিম্বা প্রত্যেকটা শব্দ ও অক্ষর;

আকন্ঠ তব ভালোবাসা ও সান্নিধ্যটা- যারা পেয়েছে নিরন্তর।।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. বিদায় দিলাম চোখের জলে,
    আসবে ফিরে মায়ের কোলে।
    কথার সাথে লেখার মাঝে,
    সবার সাথে সকাল সাঁঝে।

    উত্তরমুছুন
  2. বিদায় দিলাম চোখের জলে,
    আসবে ফিরে মায়ের কোলে।
    কথার সাথে লেখার মাঝে,
    সবার সাথে সকাল সাঁঝে।

    উত্তরমুছুন