দর্পণ॥ পিনপোস্ট কলম॥ রতন চন্দ্র রায়




পোস্ট বার দেখা হয়েছে

                            রক্তক্ষরণ    

                      রতন চন্দ্র রায়


বিকৃত চেহারায়, ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে

দাঁড়াবো না সমাজের দ্বারপ্রান্তে,

চিৎকার করে বলবো না

এ সমাজকে সাদা কিংবা কালো

আমি........


বধ্যভূমির গলিত লাশের পার্শ্বে দাঁড়িয়ে

বলবো না,

তুমি এসো আমার বুকের পাজরে

শূন্যবুকে অন্ধকার অরণ্যে

সাদা-কালো  মুখোশের আড়ালে।


আধো-আলো আধো-আধাঁরে

নিয়েছিলে তোমার বুকের পাজরে,

সূর্যের আলোতে রক্তাক্ত করে

ছুড়ে ফেলে ছিলে ঘন অরণ্যে।


হৃদপিন্ডে রক্তক্ষরণ হয় সারাক্ষণ

তবু বেঁচে আছি,

রুদ্ধশ্বাস নিয়ে,

শব্দহীন অভিমান বুকে চাঁপা রেখে।


তীব্রব্যাথা বুকের পাজরে

কল্পনা চোখের আড়ালে

ভালোবাসার স্পর্শ খুজে বেড়ায়

সাদা-কালোর মাঝে,

সন্ধাবেলা তারার আলো জ্বলে

দূরনীল আকাশপানে।


সাদা-কালোর খেলা চলে

রাতের আধাঁরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ