দর্পণ || পিনপোস্ট || অজানা এ ঝড় ~ সোনালী দাস সরকার




পোস্ট বার দেখা হয়েছে
অঙ্কন : রিয়া চক্রবর্তী 

অজানা এ ঝড়

সোনালী দাস সরকার 


ঝড়েরা কক্ষান্তর বদলেছে দূর্যোগ নামের নাশতায়

কদর্যরূপে কেবলি ষড়যন্ত্র রচে কাল হয়ে 

এতো কালের আনন্দ মুখর বৃষ্টি অন্যমাত্রায় ঘনিয়ে

সব স্থায়ী ঋণ মুছে দিচ্ছে পৃথিবীকে ধুয়ে।


ভৌগোলিক পরিমণ্ডলে সীমাবদ্ধ আর নেই

অনিয়মিত অনিশ্চিত ভূমন্ডলে দাঁড়িয়ে 

ডুবিয়ে পরিস্কার হচ্ছে প্রকৃতির বাঁধা তাজা প্রাণ

বাধভেঙ্গে জোয়ারে সব যাচ্ছে হারিয়ে।


এই তুফান নিরিহ তীর্থস্থলে পাপিষ্ঠ বলে চিহ্নিত হল

ক্ষতিকর হয়ে মানবসমাজের বিনাশে

কে রোখে এর তেজ সে জেন অভিশপ্ত অশ্বথামা

ক্ষতি হানছে মিত্র রূপে অবিশ্বাসে।


দূর্বিষহ ওষ্ঠাগত জীবন কল্যাণমূলক কিছুই নেই

কেবলি ধ্বংসের সুরের শোঁশোঁ সম্ভাষণ 

স্থিতিশীল আখড়ায় প্রাণের স্থান নেই আর

তাই হতো সর্বশ্রান্ত করতে ঝড়ের আগমন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ