দর্পণ || দৈনিক কবিতা কোলাজ




পোস্ট বার দেখা হয়েছে

আমি পরাজিত 

কামনা ইসলাম 


আমি উড়তে চেয়েছিলাম ওরা আমার পাখনা দুটো ভেঙে দিলো।

আমি ভাসতে চেয়েছিলাম ওরা আমার ভেলাটা কেড়ে নিলো। 

আমি হাঁটতে চেয়েছিলাম ওরা আমার পায়ের উপর জোর করে বসে পড়লো।

আমার অপরাধ কি ছিলো? 

আমি তো  নিজের মতো করে জীবনকে সাজিয়ে তুলতে চেয়েছিলাম।

কেনো বারবার আঘাত আমাকে ঘিরে রেখেছে? 

আমি পুষ্প কাননে ফুল হয়ে শাখায় লতায় জড়াতে চাইনি।

আমি ডালা হলে ফুল গুলো কে বহন করতে চেয়েছি।

আমি শেওলা হয়ে ভাসতে চাইনি। 

আমি একান্তই নির্জন কুপ হতে চেয়েছি, যেখানে জন্ম নিবে শতসহস্র শেওলা কণা।

আমি মুক্তার ঝকমকে দানা হয়ে নয়, আমি সাগরের অথৈ পানি  হয়ে ঝিনুক গুলোকে ধরে রাখতে চাই। 

আমি আকাশের বুকে একখণ্ড মেঘ হয়ে ভাসতে চাইনি কখনও।

আমি চেয়েছিলাম আকাশ হয়ে সাদা - কালো মেঘ গুলোকে বুকে ধরে রাখতে। 

দূর্বাঘাসের শিশির নয়,আমি মাটি হতে চেয়েছিম।

যেখানে জন্ম নিবে কতো শতো ফুল ফসলের ক্ষেত। 

আশ্রয় হবে সকল প্রাণীর। 

আমি হেরে গেলাম কি?

বাস্তবতা আমাকে কি দিলো?

আমি সব মেনে নেবো?

হাজার প্রশ্নের সম্মুখিন  আমি। 

উত্তর একটাই আমি পরাজিত।। 


====

 কলম চলছে 

দলছুট পাখি


ঘর পুড়ছে, ছাই উড়ছে

ভিটে ছাড়া মানুষ;

প্রতিশ্রুতির বাণী এখন

অন্ধকারে ফানুস!


মা কাঁদছে, বোন কাঁদছে-

বাঁচাতে আপন লজ্জা;

এত জলদি শেষ হলো তোর

শিরদাঁড়ার ওই মজ্জা?


বাবার রক্ত, ভাইয়ের রক্ত

আর কত চাই তোর?

চিরকাল থাকে না কারো

পিশাচি ক্ষমতার জোর।


পেটের খিদে, বুকের খিদে,

দাউ দাউ দাউ জ্বলে;

একবেলা তাও শান্তি পেলে

কোনোরকম চলে।


বাংলা আমার, বাংলা তোমার

বাংলা বলে চেঁচাও;

বাংলার মাটি ছাই হলো যে-

এবার তবে বাঁচাও।


পুড়ছে চিতা, উড়ছে ধোঁয়া-

শ্বাস বন্ধ হবার জোগাড়;

সোনার বাংলা গড়তে চেয়ে-

বাড়ছে শুধুই ভাগার।


কিসের খেলা কাদের খেলা

কোন খেলা তুই চাস?

মরণ খেলা শেষ হোক আজ-

বাঁচুক বাংলার বিশ্বাস।


====

হিসেব 

দে বা শী ষ


পুড়েছে মন , পুড়ে যায় ছায়ারা, নিখোঁজ মন কার ?

আমিও পুড়েছি রোজ - ব্যস্ততায় জেরবার।

মন খারাপের দালান জুড়ে ছড়িয়ে থাকে প্রথম দেখা,

সবাই তো লড়েছি একসাথে, আসলে সবাই একা।


অবুঝ শরীরে চাওয়া পাওয়ারাও ছটফট করে ওঠে ,

বয়স গিয়েছে চলে - ভাবনারাই কেবল ছটফটে।

জেনেছি রোজ, শিখেছি একাকী নিরালায়,

মনের সব কথা আপন হয়না, কিছু ভাবনাও পস্তায়।


কিছু ছিলোনা যখন জোড়ালো মুঠো সংকল্প ছিলো সাথে,

আজ লড়াইয়ে অভ্যস্ত পথচারী আমি, শূন্য হাতে।

মুখোমুখি হয়েছি যতোবার গোপনে কাছাকাছি -

জানতে পেরেছি কতোটা কঠিন পথ ছুটেছি , ছুটেই চলেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ