সত্যজিৎ ১০০ || রম্য রচনা || প্রতিমা বসু




পোস্ট বার দেখা হয়েছে

 


 পথের পাঁচালী থেকে ফেলুদায় তুমি

                        (রম্য রচনা) 

                           প্রতিমা বসু


সুকুমার রায়ের পুত্র,,, প্রতিভাবান স্বল্পায়ূ পিতার পুত্র সত্যজিৎ রায় হলেও তিনিও পিতার মতই সাহিত্য প্রতিভা নিয়েই জন্মেছিলেন।

চলচিত্র জগতের ছবিটাই তাঁর সৃজনশীল ছবিগুলোয় যেন পাতায় পাতায় সাহিত্য সৃষ্টির মত।

সাধারণ একটি ঘটনাকে শিল্পের পর্যায়ে তিনিই নিয়ে যেতে শিখিয়েছেন।

চারুলতা র সেই ফাঁকা চাহনিটি শেষের বেলায় দম্পতির ভীষণ ধাক্কা দেয় আমাদের।

এরপরে ছোটোবেলার স্মৃতি নিয়ে তৈরী গুপিবাঘা।  কম আনন্দ পেয়েছেন বড়ছোটো সকলেই।  কতগুলো ভাষায় সেই ছবিটি চলেছে সারা বিশ্বে ।সেখানে যতবড় পুরস্কার ই পান না সব ম্লান সেই জনপ্রিয়তার কাছে।

এরপরে ফেলুদার আগমন তার কলমে প্রথম এক পূজাসংখ্যায় আর তারপর ছবিতে।

কিশোরমনের সবটুকু মনযোগ কেড়ে নিয়েছেন এক তুড়ি তে।

যেমন ছবি তেমন লেখা,,, তেমনি অভিনয়।

আর তাঁর আঁকা ও কবিতার কথা না বললে অসম্পূর্ণ থেকে যায় সবটুকু।

প্রতিটি চরিত্র তার সিনেমায় তিনি এঁকে নিয়ে তারসাথে মিলিয়ে মুখ খুঁজেছেন।

যতক্ষণ না পেয়েছেন খুঁজে ই গেছেন।

সেই অদ্ভুত প্রতিভাবান শিল্পীকে খুবই স্বল্প লেখায় স্মরণে আনলাম আমার লেখায়।

প্রচুর বলার ছিলো কিন্তু তা শেষ হবেনা তাই এটুকুই থাক।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ