দর্পণ || গণতন্ত্র সংখ্যা ২০২১ || গণতন্ত্র আজ প্রহসন মাত্র,, ~ জয়তী




পোস্ট বার দেখা হয়েছে

গণতন্ত্র আজ প্রহসন মাত্র,, 

  জয়তী


দড়ি ধরে মারো টান স্বৈরাচারী শক্তি হোক খানখান 

কিন্তু কেমন করে?

ক্ষমতার রঙিন হাতে বলিদান হতে হতে? 

মুখোশ মানুষ বুর্জোয়ার সুরে সুর মেলালে! 

স্বৈরতন্ত্রের পুঁজির ভাগবাটোয়ারায় নিঃস্ব দলিল মিললে! 


টনক নড়ে! 

আবারও উৎসব ফেরে ব্যালটে ;

রিপু জেগে ওঠে বেড়ালের মেদে, 

অভুক্ত গতকালও আবীর ওড়ায় আকাশে! 


হাত বদল হয়ে যায় বারেবারে রক্তিম অভিবাদন;

গোলাপের ভেতর থেকে শ্বাপদ বেরিয়ে আসে।

শ্মশানে গোরে - উচ্ছেদতন্ত্রে রাজত্ব করে বকধার্মিকেরা;

আকাশচুম্বী অধরা স্বপ্নজগতে জাদুআংটির ছটায়

সর্বহারাদের ওড়ায় রঙিন ফানুসে -


জেগে উঠতে চাই 

ছিনিয়ে নিতে চাই সবকটি অধিকার 

অন্ন বস্ত্র বাসস্থান আমাদের স্বাধীকার 

চিৎকারে শুধুই জ্বলছে মানুষ, নিভছে না মশাল পৌরোহিত্যের..


আবার পুজো আবার মুষিক বেড়াল হবে! 

বাঘের হা-ঘরে হরিণের মাংস আয়োজনে পাবে। 

কবে মানুষ সচেতন হবে! 

গণতন্ত্রের অধিকার, মুষ্টির দাবী কবে একত্রে হবে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ