দর্পণ || গণতন্ত্র সংখ্যা ২০২১ || বিকৃত গণতন্ত্র ~ পিন্টু বেতাল




পোস্ট বার দেখা হয়েছে

বিকৃত গণতন্ত্র

পিন্টু বেতাল


গণতন্ত্র- 

গণতন্ত্র- 

কিসের গণতন্ত্র!!

চারিদিকে শুধু এলোপাথাড়ি 

স্বেচ্ছাচার আর স্বৈরাচারীর লুটেপুটে খাওয়ার মন্ত্র।


নীচ প্রলোভনে- 

রূপান্তরিত প্রহসনে, গণতান্ত্রিক অধিকার;

জোর যার মুল্লুক তার, 

আখের গোছানো ফুলেফেঁপে ওঠা গর্দভেরাই- 

আজ, গণতন্ত্রের দাবিদার।


বিকৃত আজ জন-গণ-মন, হানাহানি আর স্বার্থে;

মুখ বুজে সও জনগণ সবে, থাকবে তবেই বেঁচেবর্তে।

আর, একান্তই যদি করো খোঁড়াখুঁড়ি-

কুল হারিয়ে ভেবেই মরো, কারে ধরি আর কারে ছাড়ি!

ব্যর্থ চেষ্টায় বেরোয় হঠাৎ- কেঁচো খুঁড়তে কেউটে।

কী লাভ এমন পেশীর জোরের আস্ফালনের খুঁটে খাওয়া গণতন্ত্রে?


'গণতন্ত্র' বোঝে অক্লান্ত শ্রম,

'গণতন্ত্র' মেটায় ক্ষুধা;

'গণতন্ত্র' বলে মিলেমিশে

নতুন পথ খোঁজা।

'গণতন্ত্র' মানে সমানাধিকার-

উঁচ নীচ মধ্যবিত্ত,

গণতন্ত্রে- 'প্রতিনিধি' তুমি,

জনগণ দ্বারাই নির্বাচিত;

'গণতন্ত্র' গড়ে দেশের মান,

'গণতন্ত্র' বাঁচার গান;

আজ সেখানে গণতন্ত্রের-

আছে কি সম্মান?


দেশেতে আজ বিধাতা সবাই, সবাই সবার দাদা;

লোক দেখানো প্রহসনে- ভোটাধিকার টা, নির্লজ্জ গোলকধাঁধা!

ধর্ম বর্ণ হাতিয়ার-এ কেনাবেচা- গণতন্ত্র!

বিদেশী ব্যাঙ্কের মায়া কাটিয়ে দেশের দশের উন্নতি সাধন- দূর অস্ত!!

তাঁবেদারি- পুঁজিপতিদের, কপর্দকশূন্য কর্মসংস্থান!

মরছে মরুক জনগণ সব, অসহায় মায়ের কাঁদছে প্রাণ!!


চায় যদি কেউ শোধরাতে দেশ- কলম কিম্বা শক্ত হাতে,

কারাবন্দি- উগ্রবাদী, নইলে- আছে তো ওই পোষাগুণ্ডা মাঝ রাতে!

কী লাভ এমন বিকৃতকামী মনুষ্যত্বের গণতন্ত্রে?

বেচেবুচে সব দেশের সম্পদ- কীসের আজ গণতন্ত্র?

চারিদিকে শুধু এলোপাথাড়ি 

স্বেচ্ছাচার আর স্বৈরাচারীর লুটেপুটে খাওয়ার মন্ত্র।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ