দর্পণ || পরিচালকীয় কবিতা কোলাজ




পোস্ট বার দেখা হয়েছে

আগুন নিভে যাচ্ছে

 মঙ্গল মিদ্যা (রিপল)


ভোটারদের আগুন নিভে গেছে,

তারা আর কারোর বাড়ি ভাঙচুর করছে না।

কারোর দোকান ঘর লুটপাট করছে না।

কারো গাড়ি, কারো বাগান,

কারো পুকুরের মাছ নষ্ট করছে না।


ভোটারদের বুকের আগুন নিভে গেছে।।


ওই যে যেমনটা সিনেমাতে দেখতাম,

খবরের লাইভ বেকিং নিউজে দেখাতো,

ঠিক যেনো সেইরকম বাংলাও রেকর্ড গড়লো।

মারো কম, ভাঙো লুট আর নষ্ট করো বেশি।


তবে এখন ভোটারদের আগুন নিভে গেছে।।


এখন ঘরের দরজা খোলা,

কোথাও তালা দেওয়া নেই।

পোড়া ও ভাঙার চিহ্ন কিছু কিছু রয়েছে।

রাস্তায় বেরলে দেখা হয়, কিন্তু কথা হয় না।


ভোটারদের আগুন যে নিভে গেছে।।


এখন আর কোন নেতা উতপ্ত ভাষণ দেয় না,

এখন আর কোন নেতা উষ্ণতা ছড়ায় না,

বাড়িতে খেতে আসা তো দূর, চুলের টিকি পাওয়া যায় না।


তাই হয়তো ভোটারদের সেই আগুন নিভে গেছে।।


আমি সেই সব ভোটারদের জিজ্ঞাসা করছি ?

আজ সুখে আছো তো তোমরা,

এই মহামারী তোমাদের হয়নি তো,

ঝড়ের তান্ডবে তোমাদের ক্ষতি হয়নি তো,

যার জন্য মস্তানি দেখালে

সে তোমাকে পাশে রেখেছে তো ।


নাকি তাই ভোটারের বুকের আগুন নিভে গেছে ।।

====

গোধূলির পটে বিকার বয়স

 অমিতাভ মীর 


সেই তুমি, গোলাপি পাড়ের প্রিয় ছাই রঙা শাড়ি পরে,

খোলা চুলে ঝুল বারান্দায় স্মিত হাসির ঝিলিক ঠোঁটে 

আগমনী প্রতীক্ষার সেই ক্ষণ আজ স্মৃতিপটে ভাসে;

কত যুগ হলো পার কতকাল দেখা নাই দু'জনার।


একটু দেখার তৃষ্ণা নিষ্পলক চোখ ছুঁয়ে থাকে

ক্লান্ত বিকেলের নিষ্প্রভ ঝলিকা সরব সরণি জুড়ে,

প্রথম প্রেমের কুসুমিত কলি তীব্র সুগন্ধ ছড়িয়ে- 

একটু চোখের দেখা পেতে কত দিন এসেছি এখানে।


চোখের মিলনে ভূমিকম্প বুকে, শরীরে সুনামি জাগে,

নিভৃত কাননে কাকলিতে মেতে ফুল পাপিয়ার সাথে-

কেটে গেছে অভিসারী বিহঙ্গের কত বেলা-কালবেলা;

হায়! তুমি কোথায়, আমি কোথায়? ভাবি আজ সেই কথা।


গোধূলির পটে বিকার বয়স স্মৃতির জাবর কাটে,

কত কাল নিজ নাম শুনি নাই প্রিয়তমা ঠোঁট ছুঁয়ে।

নিলোফার! প্রিয়তর সেই নাম, জেগে থাকে শুধু বুকে,

মরেছি অনেক আগেই, হয়তো; বেঁচে আছি ব্রাত্য বুকে।

====

আশ্চর্য এই শহর

রতন চন্দ্র রায়


হতাশায় বুক বেঁধে

      এসেছি এই শহরের বুকে

নতুন এক কাজের খোঁজে।


কাজ-কাজ করে

       কেটেগেলো শহরের বুকে

কতটা দিন, কতটা রাত

     ক্ষিদে নিয়ে পেটের মাঝে

চলছি শহরের বুকে.....


কে রাখে কার খবর

     ইট-পাথরের শহরে

কত রঙ্গের মানুষ ঘুরে

     রঙ্গিলা এ শহর মাঝে।


সোডিয়াম আলোর মাঝে

    মৃত মানুষে  শহর ভরা

শহরের মোড়ে-মোড়ে

    চলে কত অনিয়ম....


সোডিয়ামের আলোতে

     সন্ধ্যা যত ঘনায়

মানুষের হিংস্রতা ততইবাড়ায়.....


শহরের অলি-গলি রাজপথে

     মুখোশের আড়ালে

কাটে যাদের দিনভর

    মানবতার গল্প বলে

রাতের আঁধারে চলে তাদের

     নিষিদ্ধ জগৎ

আশ্চর্য এই শহরে।


সভ্যতার বেড়াজালে

      কঠিন জীবনের শপথ চলে

নিষিদ্ধ রাতের আঁধারে।


পত্রিকার শিরোনাম হয় যারা

       এই শহরের মাঝে

তাদের নৃশংসতা চলে

       অন্ধকার শহরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ